আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন বাসিন্দারা। শিলিগুড়িতে সন্দীপ পালের তোলা ছবি।
ফের ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শনিবার বিকেল ৫টা নাগাদ ওই কম্পন অনুভূত হয়। মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে বাসিন্দারা অনেকেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন। অনেকে খোলা মাঠে আশ্রয় নেন। মৌসম ভবন সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল নেপালের রামেছাপে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭। ভূস্তর থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। তবে শিলিগুড়ি বা জলপাইগুড়ি, কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর নেই।
গত ২৫ এপ্রিল শিলিগুড়িতে পুরভোটের দিন প্রবল ভূমিকম্প হয়। দার্জিলিঙে পাহাড় ও সমতল মিলিয়ে তিন জনের মৃত্যু হয়। পরের দিনই দুর্গতদের দেখতে শিলিগুড়ি ও পাহাড়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেও একাধিক বার কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়িতে। গত ১২ মে দুপুরে ফের শিলিগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy