হাসপাতালের বাইরে কেটের কন্যাসন্তান জন্মের খবর জানাচ্ছেন অনুরাগীরা। ছবি: এএফপি।
দীর্ঘ অপেক্ষার অবসান। দ্বিতীয়বার মা হলেন কেট মিডিলটন। কেনিংস্টন প্যালেস সূত্রে জানা গিয়েছে, শনিবার সেন্ট মেরিজ হাসপাতালে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ডাচেস অফ কেমব্রিজ। মা ও সন্তান দুজনেই ভাল আছে।
২০১৩-এর ২২ জুলাই প্রথম পুত্রসন্তানের জন্ম দেন কেট। প্রিন্স উইলিয়ামের উত্তর প্রজন্মের আগমনের খবর সাড়া ফেলেছিল বিশ্ব জুড়ে। দ্বিতীয়বার সন্তানসম্ভবা কেটের জন্যেও হাসপাতালের সামনে ভিড় জমিয়েছিলেন সাংবাদিক থেকে উত্সাহী জনতা সকলেই।
আপাতত ‘রয়্যাল প্রিন্সেস’-কে বরণ করতে সেজে উঠেছে ব্রিটেন। প্রিন্স জর্জের বোনের নাম এখনও ঠিক করেনি রাজপরিবার। তবে বুকিদের পছন্দের তালিকায় রয়েছে ‘অ্যালিস’ ও ‘শার্লট’। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন রাজ দম্পতিকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা এসেছে বিশ্বের নানা প্রান্ত থেকে।
প্রথম পুত্রসন্তানের পর কন্যার আশাই করেছিলেন কেট ও উইলিয়াম। তা পূর্ণ হওয়ায় খুশি রাজপরিবারের সকলেই। এবার ছোট্ট রাজকন্যের প্রথম ছবির জন্য কাউন্টডাউন শুরু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy