পোস্টার লাগানোকে কেন্দ্র করে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা এলাকায়। যদিও সিপিএমের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ৩৪ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী ঝুমা দাসের সমর্থনে মিছিল বের হয়। মিছিল শেষ হওয়ার পর বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডে প্রার্থী ঝুমা দাসের সমর্থনে পোস্টার, ফেস্টুন লাগাচ্ছিলেন সিপিএম জোনাল কমিটির সদস্য দিবস দে-সহ কয়েকজন।
সিপিএমের অভিযোগ, সে সময়ে কয়েক জন তৃণমূল সমর্থক ঘটনাস্থলে আসেন। ওই এলাকায় সিপিএমের পোস্টার লাগাতে নিষেধ করেন তাঁরা। কথা না শুনলে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। আচমকাই তৃণমূলের ওই সমর্থকরা দিবসবাবুকে মারধর করতে শুরু করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ৩৪ নম্বর ওয়ার্ডের সিপিএমের প্রার্থী ঝুমা দাস বলেন, ‘‘এদিন সকাল সাড়ে দশটা নাগাদ মিছিল শেষ হওয়ার পর তখন সবেমাত্র বাড়িতে ঢুকি। আমাদের দলের কর্মীরা মারধরের খবর দেন। ঘটনাস্থলে গেলে আমাকেও ধাক্কা মারা হয়।’’ যদিও স্থানীয় তৃণমূলপ্রার্থী অলকানন্দা দাস এই অভিযোগকে অস্বীকার করে বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমার নামে দেওয়াল লিখনের উপর সিপিএমের এক প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখা চলছিল। এরই প্রতিবাদ করতে গেল উভয় দলের মধ্যে কথা কাটাকাটি হয়। কোনও মারধরের ঘটনা ঘটেনি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy