Advertisement
০৪ নভেম্বর ২০২৪

প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা মুরলী দেওরা

প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী দেওরা প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ে নিজ বাসভবনে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। হাসপাতালে তাঁর চিকিত্সা চলছিল। দু’দিন আগেই সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ০৯:৪৯
Share: Save:

প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী দেওরা প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বইয়ে নিজ বাসভবনে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। হাসপাতালে তাঁর চিকিত্সা চলছিল। দু’দিন আগেই সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন তিনি।

দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তাঁর মরদেহ রাখা হবে মুম্বইয়ের দলীয় কার্যালয়ে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন দলীয় কর্মী ও নেতৃবৃন্দ। বিকেলের দিকে চন্দনওয়াড়ি শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

১৯৩৭-এ মুম্বইয়ে জন্ম মুরলী দেওরার। অর্থনীতিতে স্নাতক দেওরা রাজনীতির ময়দানে আসেন ১৯৬৮ সালে। ১৯৭৭-এ মুম্বইয়ের মেয়র নির্বাচিত হন। রাজ্যের অন্যতম দাপুটে কংগ্রেস নেতা ছিলেন তিনি। ২২ বছর ধরে মুম্বইয়ের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে চার বার জয়ী হন তিনি। ২০০২-এ রাজ্যসভার সাংসদ হন। পেশায় শিল্পপতি দেওরা ২০০৬-এ ইউপিএ জমানায় পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব পান।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে বলেন, “একজন একনিষ্ঠ নেতা ছিলেন তিনি। তাঁর মৃত্যু খুবই দুঃখজনক। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংহ বলেন, “খুব অমায়িক মানুষ ছিলেন তিনি। দলে তাঁর অভাববোধ করব।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE