মালদহ মেডিক্যাল কলেজে চিকিত্সা চলছে আহতদের। ছবি: মনোজ মুখোপাধ্যায়।
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি উল্টে মৃত্যু হল ৩ যাত্রীর, আহত ২০ জন। এঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টা নাগাদ মালদহের ৩৪ নং জাতীয় সড়কের উপর গাবগাছি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন নুরুল হক(২২), সইফুল শেখ(১৪), সুরজিত্ ঋষি(৪৮)। এঁরা প্রত্যেকেই এই জেলারই কালিয়াচকের বাসিন্দা। গাড়িটিকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন ওই গাড়িটি জনা তিরিশেক যাত্রী নিয়ে মালদহ থেকে কালিয়াচকের দিকে রওনা দিয়েছিল। এর পর গাবগাছি এলাকায় এসে হঠাত্ই উল্টে গিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে পুলিশ এবং বাসিন্দারা দুর্ঘটনায় আহদের মালদহ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা ওই তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা ওই হাসপাতালে চিকিত্সাধীন। এঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy