Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ঘাটালে বাড়ির অদূরেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার তৃণমূলকর্মী

নিজের বাড়ির অদূরেই রক্তাক্ত অবস্থায় এক তৃণমূল কর্মীকে উদ্ধার করল পুলিশ। রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার কুরান গ্রামের ঘটনা। ওই তৃণমূল কর্মীর নাম উত্তম দিকপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরে উত্তমের বাড়ি থেকে চারশো মিটার দূরে খেতের মধ্যে একটি শ্যালো মেশিনের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৪৬
Share: Save:

নিজের বাড়ির অদূরেই রক্তাক্ত অবস্থায় এক তৃণমূল কর্মীকে উদ্ধার করল পুলিশ। রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার কুরান গ্রামের ঘটনা। ওই তৃণমূল কর্মীর নাম উত্তম দিকপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরে উত্তমের বাড়ি থেকে চারশো মিটার দূরে খেতের মধ্যে একটি শ্যালো মেশিনের ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘাটাল থানার পুলিশ পৌঁছে উত্তমকে উদ্ধার করে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কী হয়েছিল ওই দিন?

পরিবার সূত্রে খবর, প্রতি দিনের মতো শনিবারেও রাত ৮টা নাগাদ স্থানীয় বাজারে যান উত্তমবাবু। সেখানে দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। অন্য দিন রাত সাড়ে ন’টার মধ্যে বাড়ি ঢুকলেও ওই দিন রাত এগরোটা বেজে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোকেরা। উত্তমবাবুকে মোবাইলে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সম্ভব হয়নি। এ দিন ভোরে স্থানীয় বাসিন্দারা তাঁকে ওই শ্যালো ঘরে রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখেন। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত উত্তমবাবু। তাঁর স্ত্রী কমলা দিকপতিও তৃণমূলের স্থানীয় মহিলা সংগঠনের সদস্য। ঘটনাস্থলে ঘটাল থানার ওসি পৌঁছন। ব্যক্তিগত না রাজনৈতিক কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘাটাল ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক পঞ্চানন মণ্ডল এই ঘটনায় সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্য দিকে, সিপিএমের ঘাটাল জোনাল কমিটির সম্পাদক উত্তম মণ্ডল সিপিএমের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই এর জন্য দায়ী করেছেন।

অন্য বিষয়গুলি:

ghatal tmc supporter bloodshed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE