প্রতীকী চিত্র।
২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরের বছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষার আয়োজন করা হবে। বুধবার উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা এবং প্রজেক্ট সম্পর্কিত নির্দেশিকা এবং নিয়মাবলি প্রকাশ করা হয়েছে সংসদের তরফে। সংসদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি স্কুলগুলিতে ২০২৪-এর উচ্চমাধ্যমিকের জন্য প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন করা হবে আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। স্কুলগুলি সংসদের প্রস্তুত করা প্র্যাক্টিক্যালের প্রশ্নপত্র এবং অলিখিত উত্তরপত্র বা ব্ল্যাঙ্ক আনসার শিট আগামী ২৯ নভেম্বর পূর্ব নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবে। নির্দেশিকায় জানানো হয়েছে মিউজিক, শারীরশিক্ষা-সহ সমস্ত বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলেই আয়োজন করতে হবে। পরীক্ষার মূল্যায়ন করবেন স্কুলের বিষয়-শিক্ষক/ শিক্ষিকারা। তবে সংশ্লিষ্ট স্কুলে বিষয়-শিক্ষিক/ শিক্ষিকার অনুপস্থিতিতে স্কুলগুলি পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক/শিক্ষিকার সাহায্য নিতে পারে। সে ক্ষেত্রে ওই স্কুলের শিক্ষক/ শিক্ষিকার সম্মতিপত্র, সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের ‘নো অবজেকশন’ শংসাপত্র সংসদের স্থানীয় কার্যালয়ে জমা দিয়ে অনুমতি নিতে হবে।
যে সমস্ত পড়ুয়া উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষায় আগেই পাশ করেছেন, তাদের আর নতুন করে পরীক্ষায় বসতে হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। জানানো হয়েছে, প্র্যাক্টিক্যাল পরীক্ষা হয়ে গেলে তার উত্তরপত্র সঙ্গে সঙ্গে সংসদে জমা করার প্রয়োজন নেই। সংসদের তরফে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত উত্তরপত্রগুলি স্কুলের প্রধানশিক্ষক/ শিক্ষিকার কাছেই রাখতে হবে। পরে যথাসময়ে সেগুলি সংসদ থেকে সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে উল্লেখ্য মূল্যায়নের সময় উত্তরপত্রে সংশ্লিষ্ট পরীক্ষকের স্বাক্ষর থাকা আবশ্যিক।
পরীক্ষার পর স্কুলগুলিকে আগামী ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর আপলোড করতে হবে। সংসদে ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সমস্ত নম্বর জমা দিতে হবে। তবে এ বার প্র্যাক্টিক্যাল এবং প্রজেক্টে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আপলোড করার পদ্ধতিগুলি আলাদা। তাই সে সংক্রান্ত আরও একটি নির্দেশিকা বিজ্ঞপ্তিটির সঙ্গে প্রকাশ করা হয়েছে। সংসদের তরফে স্কুলগুলিকে জানানো হয়েছে যে পরীক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের কোনও হার্ড কপি সংসদে পাঠাতে হবে না। তবে অনলাইনে নম্বর আপলোড করার সময় বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হলে সংসদের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy