Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার।

উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার। ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৩:০৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৩:০২ key status

উচ্চ মাধ্যমিকের প্রথম শুভ্রাংশুর বিষয়

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯.২ শতাংশ নম্বর পাওয়া শুভ্রাংশুর বিজ্ঞানের ছাত্র। বাংলা এবং ইংরেজি ছাড়া তাঁর বিষয় ছিল অর্থনীতি, অঙ্ক, রাশি বিজ্ঞান, এবং কম্পিউটার সায়েন্স। 

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:৫০ key status

মেধাতালিকার দৈর্ঘ্য কমেছে

মেধাতালিকায় গত বছর ছিল ২৭২ জন। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৮৭তে। 

Advertisement
timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:৪৭ key status

একাদশের পরীক্ষার সমস্ত দায়িত্ব হস্তান্তর

একাদশ শ্রেণির পরীক্ষার সমস্ত দায়িত্ব স্কুলই নেবে বলে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে প্রশ্নপত্র কী ভাবে তৈরি করতে হবে, তা বলে দেবে সংসদ। 

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:৪৪ key status

রেজাল্ট জানতে ক্লিক করুন এই লিঙ্কে

আনন্দবাজার অনলাইনে রেজাল্ট জানত নীচে দেওয়া খবরের লিঙ্কে ক্লিক করুন। এর ভিতরেই রয়েছেন রেজাল্ট জানার ব্যবস্থা।  

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:৪১ key status

পরের বছরের পরীক্ষার সময় বদল

পরের বছরের পরীক্ষায় সময় পরিবর্তনের ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব জানালেন, ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে চলবে বিকেল ৩টে পর্যন্ত।

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:৪১ key status

পরের বছরের পরীক্ষার দিন ঘোষণা

পরের বছর অর্থাৎ ২০২৪ সালে পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। 

Advertisement
timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:৩৪ key status

পাশের হারে দশম স্থানে কলকাতা

পাশের হারে গোটা রাজ্যে দশম স্থানে রয়েছে কলকাতা। 

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:২৯ key status

মেধাতালিকায় এগিয়ে হুগলি

মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। এর মধ্যে শুধু হুগলিরই ১৮ জন পরীক্ষার্থী। মেধাবীদের সংখ্যায় অন্য জেলাকে টেক্কা দিয়েছে হুগলি। 

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:২৬ key status

তৃতীয় স্থানে রয়েছেন চার জন

৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তমলুক হ্যামিলটন হাই স্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় অনুসূয়া সাহা এবং শ্রেয়া মল্লিক এবং আলিপুরদুয়ারের কামাক্ষ্যাগুড়ি গার্লস হাই স্কুল পিয়ালি দাস।

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:২৫ key status

দ্বিতীয় স্থানে রয়েছেন দু’জন

৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খাঁ এবং উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের (এইচএস) আবু সামা। 

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:২১ key status

প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার প্রথম হয়েছেন। ৪৯৬ নম্বর পেয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। 

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:২১ key status

পাশের হারে এগিয়ে নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুর

পাশের হারে রাজ্যের অন্যান্য জেলার মধ্যে উচ্চ মাধ্যমিকেও এগিয়ে পূর্ব মেদিনীপুর। এই জেলার পাশের হার ৯৫.৭৫ শতাংশ।  মাধ্যমিকেও পাশের হারে সবার আগে ছিল এই জেলাই।  

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:২১ key status

ছাত্রদের পাশের হার বেশি

ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। 

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:১৮ key status

পাশের হার ৮৯.২৫ শতাংশ

উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। 

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:১৫ key status

আনন্দবাজার অনলাইনে জানতে পারবেন ফল

আনন্দবাজার অনলাইনে উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে। ফল জানতে ক্লিক করুন নীচের খবরের লিঙ্কে। 

timer শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১২:০৭ key status

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের সাংবাদিক সম্মেলন শুরু

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুরু করলেন সাংবাদিক সম্মেলন শুরু করলেন। চিরঞ্জীব জানালেন, এ বছর যাঁরা পরীক্ষা দিয়েছেন, তাঁরা এই প্রথম বড় পরীক্ষায় বসছেন। কারণ কোভিড পরিস্থিতির জন্য এঁরা মাধ্যমিক দিতে পারেননি। 

timer শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ২০:২৬ key status

আজ ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

দুপুর ১২টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলপ্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সাড়ে ১২টা থেকে সংসদের বিভিন্ন ওয়েবসাইট এবং আনন্দবাজার অনলাইনের পাতায় ফলাফল দেখা যাবে।৩১ মে সংসদের তরফে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

timer শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ২০:২৩ key status

কী ভাবে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল?

সংসদের http://wbresults.nic.in/, www.results.shiksha এই ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ‘WBCHSE Results 2023’ অ্যাপ থেকেও জানা যাবে ফল। গুগ্‌ল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে হবে।

১. প্রথমে wbbse.wb.gov.in অথবা wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

২. এর পর ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজাল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট দেখা যাবে।

৪. পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

স্কুল জীবনের শেষ পরীক্ষার ফলাফল নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তিত থাকেন পড়ুয়ারা। চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ১৪ মার্চ, শেষ হয় ২৭ মার্চ।

timer শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ২০:২১ key status

আনন্দবাজার অনলাইনে কী ভাবে দেখবেন ফল?

কী ভাবে ফল দেখবেন, তা নীচে স্ক্রিনশট দিয়ে দেখানো হল। ফল প্রকাশের পর এই পাতার ঠিক এই স্থানে আপনারা রোল এবং নম্বর দিয়ে ফল দেখতে পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy