৮ ডিসেম্বর ২০২২ তারিখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) আইএএস, আইপিএস, আইএফওএস ২০২২-এর ডিএএফ ২ (ডিটেল্ড অ্যাপ্লিকেশন ফর্ম) প্রকাশ করেছে। ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত প্রার্থী ইউপিএসসি সিএসই ২০২২ মেন পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা অনলাইনের মাধ্যমে ১৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডিটেল্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন।
অনলাইনে ইউপিএসসি সিভিল সার্ভিসেস ডিটেল্ড অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার আগে প্রার্থীদের ইউপিএসসি-র ওয়েবসাইটে নিজস্ব পেজে রেজিস্টার করতে হবে।
আরও পড়ুন:
এক নজরে দেখে নিন, কী ভাবে ফিল আপ করবেন ইউপিএসসি সিএসই ডিএএফ ২ ।
- ইউপিএসসি-র নিজস্ব https://www.upsc.gov.in/ ওয়েবসাইটে প্রথমে যেতে হবে প্রার্থীদের ।
- ইউপিএসসি সিএসসি ডিটেল্ড অ্যাপ্লিকেশন লিঙ্কে যেতে হবে।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
- ইউপিএসসি সিএসই ডিএএফ ২ পূরণ করতে হবে।
- সাবমিট করতে হবে।
- পরবর্তী প্রয়োজনের জন্য ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন।
নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রার্থী যদি ডিএএফ ২ পূরণ না করেন তা হলে ঐ প্রার্থীর অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে যাতে পারে। ইন্টারভিউয়ের সময়সূচি নির্দিষ্ট সময়ে ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে।