Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Common Admission Test

ক্যাট পরীক্ষায় রেজিস্ট্রেশনের শেষ দিন বাড়ানো হল; আবেদন জমা করা যাবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত

২০২২-এর কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট পরীক্ষায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ১৮ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২১ সেপ্টেম্বর করা হল।

ক্যাট পরীক্ষায় রেজিস্ট্রেশন

ক্যাট পরীক্ষায় রেজিস্ট্রেশন সংগৃহীত ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৭
Share: Save:

২০২২-এর কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট পরীক্ষায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ১৮ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২১ সেপ্টেম্বর করা হল। যাঁরা এখনও রেজিস্ট্রেশন করেননি, তাঁরা https://iimcat.ac.in/-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন।

পরীক্ষার্থীরা কী ভাবে রেজিস্টার করবেন?

১. প্রথমেই ক্যাট ২০২২-এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে।

২. তার পর সেখানে 'রেজিস্টার' লেখাটিতে ক্লিক করতে হবে।

৩. এর পর রেজিস্ট্রেশন ফর্মটি প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।

৪. এ বার আপনার নথিভুক্ত মেল আইডি বা ফোন নম্বরে ক্যাট লগ-ইন ডিটেলসগুলি পাঠানো হবে।

৫. এর পর সেই লগ-ইন ডিটেলস দিয়েই আপনাকে পুনরায় ঢুকতে হবে।

৬. এ বার ক্যাট-এর আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে দিতে হবে।

৭. অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আবেদন জানানোর বরাদ্দ মূল্যটিও এর পর জমা করে দিতে হবে।

৮. পরীক্ষার্থীরা আবেদনপত্রের একটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

রেজিস্ট্রেশন মূল্য

অসংরক্ষিত ক্যাটগরির পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন মূল্য ২৩০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটগরির পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন মূল্য ১১৫০ টাকা ধার্য করা হয়েছে।

আগেই জানানো হয়েছে, এই বছর ক্যাট- এর মূল পরীক্ষাটি ২৭ নভেম্বর আয়োজিত হবে। এই পরীক্ষায় আবেদন জানানোর জন্য জেনারেল/ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া/ এনসি-ওবিসি পরীক্ষার্থীদের স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ এবং এসসি/এসটি/ পিডব্লিউডি পরীক্ষার্থীদের স্নাতকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে।

অন্য বিষয়গুলি:

Common Admission Test Registration Application Examination Education career
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy