Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
UPSC

ইউপিএসসি ইএসই-এর ইন্টারভিউয়ের দিনক্ষণ প্রকাশ, কী ভাবে দেখবেন জেনে নিন

২০২২-এর ইএসই-এর মূল পরীক্ষার ইন্টারভিউয়ের দিনক্ষণ প্রকাশ করল ইউপিএসসি। ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইটে পরীক্ষার্থীরা এই ইন্টারভিউয়ের দিনক্ষণ দেখতে পারবেন।

ইউপিএসসি ইএসই-এর ইন্টারভিউ

ইউপিএসসি ইএসই-এর ইন্টারভিউ গ্রাফিক্স ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩২
Share: Save:

২০২২-এর ইএসই-এর মূল পরীক্ষার ইন্টারভিউয়ের দিনক্ষণ প্রকাশ করল ইউপিএসসি। ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইটে পরীক্ষার্থীরা এই ইন্টারভিউয়ের দিনক্ষণ দেখতে পারবেন।

কমিশনের ওয়েবসাইট-https://www.upsc.gov.in এবং https://www.upsconline.in থেকে পরীক্ষার্থীরা আর কিছু দিনের মধ্যেই ইন্টারভিউয়ের ই-সমনের চিঠিটি ডাউনলোড করে নিতে পারবেন। ইন্টারভিউয়ের তারিখ ও সময় পরিবর্তন সংক্রান্ত কোনও অনুরোধই কমিশন গ্রহণ করবে না বলেও জানানো হয়েছে।

কী ভাবে ইন্টারভিউয়ের দিনক্ষণ দেখবেন?

১. প্রথমেই ইউপিএসসির সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/-এ যেতে হবে।

২. এর পর স্ক্রিনের ডানদিকে 'হোয়াটস নিউ' সেক্শনে গিয়ে ইউপিএসসি ইএসই ইন্টারভিউয়ের দিনক্ষণের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এ বার একটি পিডিএফ পেজ খুলবে সেখানে নিজের রোল নম্বর দিয়ে খুঁজলেই ইন্টারভিউয়ের দিন ও সময় দেখতে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউপিএসসি ইএসই-এর মূল পরীক্ষার ইন্টারভিউ আগামী ৭ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে।

কোভিড অতিমারীর জন্য ও পুরোনো রীতি অনুযায়ী, কর্তৃপক্ষ আউটস্টেশন পরীক্ষার্থীদের ইন্টারভিউ দিতে আসার জন্য যাতায়াতের ক্ষেত্রে ন্যূনতম ভাড়াটি দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে সে ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। যথাইন্টারভিউয়ের সূচি বা ই-সমন চিঠিটি ডাউনলোডের সঙ্গে সঙ্গে আইআরসিটিসি, এম/এস বালমার লোরি এন্ড কোং, এম/এস অশোক ট্রাভেলস এন্ড ট্যুরস থেকে ন্যূনতম মূল্যের প্লেনের টিকিট সংগ্রহ করলেই তবেই সেই টাকাটি পরীক্ষার্থীরা ফেরত পাবেন।

অন্য বিষয়গুলি:

UPSC Examination Interview UPSC Exams Schedule Education career Jobs Recruitment Government Jobs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy