দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট (সিএমইআরআই)-এ গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
প্রতিষ্ঠানে কেন্দ্রের অ্যাকাডেমি অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ (এসিএসআইআর)-এর ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি প্রোগ্রামের অধীনে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য সিএসআইআর জুনিয়র রিসার্চ ফেলো-গেট পদে নিয়োগ হবে। শূন্যপদ পাঁচটি।
আরও পড়ুন:
প্রোগ্রামে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদনকারীদের মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/ কম্পিউটার সায়েন্স/ মেকাট্রনিক্স/ এরোনটিক্যাল/ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক থাকতে হবে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এও।
গবেষকদের পাঁচ বছরের মধ্যে পিএইচডি শেষ করতে হবে। এই সময়ে প্রথম দু’বছরে তাঁদের সাম্মানিকের পরিমাণ হবে মাসে ৩৭,০০০ টাকা। পরের তিন বছরে সাম্মানিক বেড়ে দাঁড়াবে মাসে ৪২,০০০ টাকা।
আরও পড়ুন:
প্রতিষ্ঠানে আগামী ৩০ এপ্রিল নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের সেখানে বিজ্ঞপ্তি মোতাবেক নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।