যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রকল্পের কাজে অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে। গবেষণার কাজে অর্থ সাহায্য করবে রাজ্য সরকারি দফতর। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘ইনভেস্টিগেশন অন দি এনহ্যান্সড ফেজ় চেঞ্জ মেটিরিয়্যালস ফর দ্য সোলার থার্মাল এনার্জি স্টোরেজ ডিভাইসেস’। এটি ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি (ডব্লিউবিডিএসটিবিটি)-র অর্থপুষ্ট।
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ২০২৭ সালের ১ মার্চ পর্যন্ত। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
জেআরএফ পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩২ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২৫,০০০ টাকা।
আবেদনকারীদের মেকানিক্যাল/ পাওয়ার/ অটোমোবাইল/ এরোস্পেস/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, উত্তীর্ণ হতে হবে গেট (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং)-এ। এ ছাড়াও যোগ্যতার আরও কিছু মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগামী ২১ এপ্রিল সংশ্লিষ্ট বিভাগে দুপুর আড়াইটে থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে ৫০ টাকার বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে আরও জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।