Advertisement
০৬ নভেম্বর ২০২৪
CBSE Board Exam 2025

২০২৫-এর বোর্ড পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু, বিজ্ঞপ্তি সিবিএসই-র

এ ছাড়া, সমস্ত স্কুলের প্রিন্সিপালকে নির্দেশ দেওয়া হয়েছে, পড়ুয়াদের সম্পর্কে সমস্ত তথ্য সঠিক ভাবে পোর্টালে আপলোড করতে হবে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৯
Share: Save:

২০২৫ সালের বোর্ড পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরের বছর নবম এবং একাদশ শ্রেণির যে পড়ুয়ারা পরীক্ষা দেবেন, তাঁরা বুধবার থেকেই তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই মর্মে বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটেই।

প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক, সিবিএসই অধীনস্থ স্কুলগুলি দশম এবং দ্বাদশ শ্রেণির যে পড়ুয়াদের নাম-সহ অন্যান্য তথ্য বোর্ড পরীক্ষার জন্য জমা দেবে, শুধু মাত্র তারাই পরের বছর পরীক্ষায় বসার অনুমতি পাবে। তবে সংশ্লিষ্ট স্কুলের তরফে সমস্ত নথি জমা দেওয়ার আগে পড়ুয়াদেরও নির্ধারিত পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।

পাশাপাশি বিজ্ঞপ্তিতে এ-ও জানানো হয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় খতিয়ে দেখা হবে কোনও অননুমোদিত স্কুলের পড়ুয়া বোর্ড পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করছে কি না, প্রতিদিন স্কুলে ক্লাস করছে কি না এবং সংশ্লিষ্ট বোর্ডের পাশাপাশি অন্য কোনও বোর্ডে নিজেদের নাম নথিভুক্ত করেছে কিনা। এ ছাড়া, সমস্ত স্কুলের প্রিন্সিপালকে নির্দেশ দেওয়া হয়েছে, পড়ুয়াদের সম্পর্কে সমস্ত তথ্য সঠিক ভাবে পোর্টালে আপলোড করতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য পড়ুয়াদের প্রথমে সিবিএসই-র ওয়েবসাইটে যেতে হবে। এর পর সেখানে parikshasangam.cbse.gov-এ পোর্টালে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। দশম এবং দ্বাদশের জন্য রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে যথাক্রমে ৩০০ টাকা এবং ৬০০ টাকা। আগামী ১৬ অক্টোবর আবেদনের শেষ দিন। ১৬ অক্টোবরের পর লেট ফি দিলে পড়ুয়াদের ২,৩০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৪ অক্টোবর আবেদনের শেষ দিন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE