আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী প্রকল্পে কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে জানানো হয়েছে, বিজ্ঞানে ডিগ্রিধারীদের জন্যই এই কাজের সুযোগ। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অর্থাৎ প্রাণীবিজ্ঞান বিভাগে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এতে অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের অধীনস্থ সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।
প্রকল্পটিতে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) অথবা সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) পদে। শূন্যপদ একটি। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতেই জেআরএফ বা এসআরএফ-এর মধ্যে কোন পদে নিয়োগ হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন:
জেআরএফ পদে আবেদনের জন্য প্রার্থীদের জীবনবিজ্ঞান/ বায়োটেকনোলজি/ প্রাণীবিদ্যায় এমএসসি-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সিএসআইআর-নেট/ গেট বা অন্যান্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। এসআরএফ পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের উপরোক্ত যোগ্যতার পাশাপাশি দু’বছর গবেষণার অভিজ্ঞতা থাকাও জরুরি। যাঁদের ইনফেকশাস ডিজ়িজ় বা সংক্রামক রোগ নিয়ে গবেষণাধর্মী কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
জেআরএফ পদে নিয়োগ হলে, আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। অন্য দিকে, এসআরএফ পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩২ বছর। উভয় ক্ষেত্রেই সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। জেআরএফ বা এসআরএফ পদে মাসে পারিশ্রমিক মিলবে যথাক্রমে ৩১ বা ৩৫ হাজার টাকা। সঙ্গে মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২০ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর বাছাই প্রার্থীদের মধ্যে থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।