বালিগঞ্জ সার্কুলার রোডে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে পিএইচডি-র জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবারই বিশ্ববিদ্যালয়ের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলতি বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের পিএইচডি প্রোগ্রামে মোট ১০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। পিএইচডি প্রোগ্রামে রেজিস্ট্রেশনের জন্য পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে বিশ্ববিদ্যালয় আয়োজিত লিখিত পরীক্ষা বা রিসার্চ এন্ট্রান্স টেস্ট (রেট) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। তবে যাঁদের ইউজিসি নেট/ সেট/ স্লেট উত্তীর্ণ বা যাঁদের এমফিল ডিগ্রি রয়েছে, তাঁদের শুধু মাত্র ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা দিতে হবে। কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না।
আরও পড়ুন:
-
আইআইটি খড়্গপুরে আইসিএমআরের প্রকল্পে কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?
-
কুয়েট ইউজিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি করল এনটিএ, আবেদনের শেষ দিন কবে?
-
এনআইটি দুর্গাপুর থেকে এমবিএ করবেন? শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া
-
মেডিক্যাল ফিজ়িক্স নিয়ে বিশেষ কোর্স, উদ্যোগ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সিএনসিআইয়ের
-
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ায় কর্মখালি, নিয়োগ ৯৭টি শূন্যপদে
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে আগামী ২৩ এপ্রিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষা দিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে আগামী ২৬ এপ্রিল। এর পর ইন্টারভিউ আগামী ৬ এবং ৭ মে। বাছাই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে আগামী ১৭ মে।
আবেদনকারীদের ইউজিসি স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ভূগোলে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় দেওয়া হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৮ এপ্রিল। এই বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।