রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণা সম্পর্কিত কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রকল্পটির নাম— ‘আইসিএমআর-আইআইটি কেজিপি মেডটেক বায়োডিজ়াইন ক্লাইম্ব ফেলোশিপ প্রোগ্রাম (আইবিও)’।
প্রকল্পে রিসার্চ ইনভেস্টিগেটর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ রয়েছে তিনটি। প্রকল্পের কাজ চলবে এক বছর ধরে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসে নিযুক্তদের পারিশ্রমিক হবে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন:
-
কুয়েট ইউজিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি করল এনটিএ, আবেদনের শেষ দিন কবে?
-
এনআইটি দুর্গাপুর থেকে এমবিএ করবেন? শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া
-
মেডিক্যাল ফিজ়িক্স নিয়ে বিশেষ কোর্স, উদ্যোগ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সিএনসিআইয়ের
-
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ায় কর্মখালি, নিয়োগ ৯৭টি শূন্যপদে
-
গার্ডেনরিচ শিপবিল্ডার্সে দু’টি ভিন্ন পদে কর্মখালি, শূন্যপদের সংখ্যা ২৮
আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ মেডিসিন/ ইন্ডাস্ট্রিয়াল/ ইঞ্জিনিয়ারিং ডিজ়াইনে স্নাতক হতে হবে। সঙ্গে থাকতে হবে এমবিএ ডিগ্রি। পাশাপাশি, মেডিক্যাল যন্ত্রপাতি এবং রোগনির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন বুঝে বিভিন্ন পদ্ধতি উদ্ভাবনের দক্ষতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলা প্রার্থীরা বাদে বাকিদের এই প্রকল্পে আবেদনের জন্য জমা দিতে হবে ১০০ টাকা। আগামী ১২ এপ্রিল আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।