কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা (ফিজ়িক্স) বিভাগে পিএইচডি-র জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
সংশ্লিষ্ট বিভাগে মোট ২২টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী কিছু আসন সংরক্ষিত রাখা হবে। পিএইচডি-র জন্য আবেদন জানাতে পড়ুয়াদের পদার্থবিদ্যায় এমএসসি থাকতে হবে। পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা (রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে যাঁরা ইতিমধ্যেই নেট-জেআরএফ/ নেট-এলএস/ সেট/ স্লেট/ গেট উত্তীর্ণ বা যাঁদের এমফিল ডিগ্রি রয়েছে, তাঁদের শুধুমাত্র ইন্টারভিউ দিলেই চলবে।
আগামী ২০ মে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা চলবে এক ঘণ্টা ধরে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২০ মে থেকে ২২ মে-র মধ্যে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের লিঙ্কে গিয়ে আবেদনপত্রটি আপলোড করতে হবে। এ ছাড়া অনলাইনে জমা দেওয়া আবেদনমূল্য বাবদ ১০০ টাকার রসিদও গুগল ফর্মের লিঙ্কে গিয়ে আপলোড করতে হবে। ৫ মে বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র। এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।