কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বা মনস্তত্ব নিয়ে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজ়িক্স বিভাগে পিএইচডিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বাধিক আসন সংখ্যা ৬। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বা অ্যাপ্লায়েড সাইকোলজিতে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে নেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাল। এ ছাড়াও রয়েছে ইউজিসি নির্ধারিত যোগ্যতার অন্যান্য মাপকাঠি। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
বিশ্ববিদ্যালয়ের আয়োজিত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীর বাছাই করা হবে। নেট/সেট উত্তীর্ণ থাকলে লিখিত পরীক্ষা দিতে হবে না। সে ক্ষেত্রে শুধু ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই পিএচডি-তে পড়ার সুযোগ মিলবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আবেদনের জন্য প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ৩০ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। লিখিত পরীক্ষা হবে ৭ মে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে হবে।