Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪
AILET

স্নাতক স্তরে আইন নিয়ে পড়ার প্রথম প্রাথমিক মেধাতালিকা প্রকাশ করল এনএলইউ

২০২৩ বর্ষে বিএ এলএলবি-এর জন্য যে সমস্ত শিক্ষার্থী অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট (এআইএলইটি) দিয়েছিলেন, তাঁদের প্রথম প্রাথমিক (প্রভেশনাল) তালিকা প্রকাশ করা হয়েছে এনএলইউ-এর তরফ থেকে।

এআইএলইটি।

এআইএলইটি। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১৮:২৭
Share: Save:

স্নাতক স্তরে আইন নিয়ে পড়ার প্রাথমিক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। দিল্লির ‘দ্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি’ (এনএলইউ)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মেধাতালিকা।

২০২৩ বর্ষে বিএ এলএলবি-এর জন্য যে সমস্ত শিক্ষার্থী অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট (এআইএলইটি) দিয়েছিলেন, তাঁদের প্রথম প্রাথমিক (প্রভেশনাল) তালিকা প্রকাশ করা হয়েছে এনএলইউ-এর তরফ থেকে। পাশাপাশি প্রকাশিত হয়েছে ‘ওয়েটিং লিস্ট’। নির্বাচিত প্রার্থীদের ৪ জানুয়ারি ২০২৩-এর মধ্যে প্রাথমিক ভর্তির বরাদ্দ ৫০ হাজার টাকা জমা করার জন্য বলা হয়েছে।

  • প্রাথমিক তালিকা দেখার জন্য শিক্ষার্থীদের প্রথমে nationallawuniversitydelhi.in এই ওয়েবসাইটে যেতে হবে।
  • ‘লেটেস্ট নোটিফিকেশন’-এ যেতে হবে।
  • বিএ এলএলবি কোর্সে যেতে হবে।
  • ‘এআইএলইটি ২০২৩ প্রভেশনাল মেরিট লিস্ট ’-এ যেতে হবে।
  • নিজের নাম এবং রোল নম্বর মেধাতালিকা থেকে এর পর দেখতে পাবেন প্রার্থীরা।
  • পরবর্তী প্রয়োজনের জন্য মেধাতালিকা ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে রাখতে পারেন।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর ২০২২-এ অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট (এআইএলইটি) হয়েছিল। ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লির তরফ থেকে পরীক্ষাটি আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় প্রাথমিক তালিকা প্রকাশিত হতে পারে ৬ জানুয়ারি ২০২৩-এ। ১১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

অন্য বিষয়গুলি:

AILET Law Entrance Test Admission Institutes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy