রবির কিরণ আর গ্রহণ সংবাদ
১৯৯৪। অলিভার ক্রাস্ক রবিশঙ্করের আত্মজীবনী ‘রাগ মালা’ লিখতে সহায়তা করছেন। ক্যালিফর্নিয়ার বাড়িতে শিল্পী ১৩ বছরের অনুষ্কাকে সেতার শেখাতেন, সামনে মাটিতে পা মুড়ে বসতেন ক্রাস্ক। কিছু অধ্যায় শিল্পী সরিয়ে রেখে, বলেছিলেন, ‘আমার মৃত্যুর পর ছেপো’। শিল্পীর জন্মশতবর্ষে প্রকাশিত হয়েছে ‘ইন্ডিয়ান সান, দ্য লাইফ অ্যান্ড মিউজ়িক অব রবিশঙ্কর’। ৬৫৮ পাতায় উঠে এসেছে দীর্ঘ জীবন। আট বছর বয়সে দাদা উদয়শঙ্করের দলে নৃত্যশিল্পী হিসাবে পথ চলা শুরু, শেষ অপেরাটি সৃষ্টি করেছেন ৯২ বছর বয়সে, মৃত্যুশয্যায়। তিনি একাই একটি ব্রহ্মাণ্ড। শিল্পীর ব্যক্তিগত জীবনেরও খোঁজ মিলেছে বইটিতে। আট বছর বয়সে এক পিতৃস্থানীয় তাঁকে প্রথম ধর্ষণ করেন, কৈশোরেও তিনি নির্যাতিত।
সত্তরের কোঠায় পৌঁছে দ্বিতীয় স্ত্রী সুকন্যাকে প্রথম বলেছিলেন সেই যন্ত্রণার কথা। তাঁর বাবার দুই স্ত্রী। আট বছর বয়সে প্রথম দেখেন বাবাকে। স্নেহময়ী মা, প্রথম স্ত্রী অন্নপূর্ণা দেবী ও সন্তান শুভর সঙ্গে জটিল সম্পর্কের কথাও রয়েছে। খ্যাতির চূড়ায় তৃষিত হয়েছেন ভালবাসার জন্য। যদিও প্রেম এসেছে বহু বার। তাঁর বহু দশকের প্রণয়ী কমলা শাস্ত্রী সুকন্যাকে জানিয়েছিলেন, শিল্পীর ১৮৬ জন বান্ধবীর তালিকা আছে তাঁর কাছে। সুকন্যার কাছে তা শুনে শিল্পীর সরস উক্তি, ‘‘ওই ক’জনের কথাই সে জানে!’’
শ্বাসকষ্ট কমাতে চান?
এশীয় ডাক্তার সরফরাজ মুন্সির তৈরি ভিডিয়ো জে কে রাউলিংয়ের মাধ্যমে ভাইরাল হয়েছে। লেখিকা ভিডিয়োটি তাঁর দেড় কোটি ভক্তদের টুইট করে জানিয়েছেন, এতে উপকার পেয়েছেন। ৩৬ বছরের মুন্সি এসেক্সের কুইন্স হসপিটালের জরুরি বিভাগের প্রধান। তাঁর মা মেহেরুন্নিসা করোনায় আক্রান্ত। শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন। যন্ত্রণা কমাতে, নার্সিং বিভাগের স্যু এলিয়টের পরামর্শ নিয়ে মুন্সি ভিডিয়োটি বানিয়েছেন। ভিডিয়োয় মুন্সি লম্বা শ্বাস টেনে পাঁচ পর্যন্ত গুনে, শ্বাস ছাড়তে বলছেন। পাঁচ বার এমন করার পর, গভীর শ্বাস নিয়ে পাঁচ গুনে কাশতে হবে। তা ছাড়া বালিশে মাথা রেখে উপুড় হয়ে দশ মিনিট শুয়ে গভীর শ্বাস টানতে হবে। যাঁরা শ্বাসকষ্টে ভুগছেন তাঁদের জন্য ভিডিয়োটি খুব উপযোগী।
সেই সময়
অভিবাসী-বিরোধী ব্রেক্সিট রাজনীতির মাথা নত। জাতিগত ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ডাক্তার ও নার্সরাই এখন ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) স্তম্ভ। যাঁদের দেশছাড়া করতে চাওয়া হয়েছিল, তাঁরাই প্রাণ বাঁচাচ্ছেন। কর্তব্যরত অবস্থায় করোনা-আক্রান্ত হয়ে প্রাণ দিচ্ছেন। শ্রদ্ধার ঢল তাঁদের জন্য। ব্রিটেনের চিকিৎসক মহলে করোনার প্রথম বলি হাবিব জাইদি। করোনা-সঙ্কটে অবসর ভেঙে ফিরেছিলেন এসেক্সের এই ৭৬ বছরের চিকিৎসক। উপসর্গ দেখা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রাণ হারিয়েছেন। কার্ডিফের ইউনিভার্সিটি হসপিটাল অব ওয়েলসে মারা গিয়েছেন ৬২ বছরের হৃদরোগ বিশেষজ্ঞ জিতেন্দ্র রাঠৌর। ওয়েলস-এর হেলথ বোর্ড এই রোগীবৎসল, কর্তব্যনিষ্ঠ চিকিৎসককে কুর্নিশ জানিয়েছে। ‘দ্য গার্ডিয়ান’ লিখেছে, ওঁরা এনএইচএস-এর বোঝা নন, ওঁরাই শক্তি। জাতিগত ভাবে সংখ্যালঘুরা রয়েছেন সাফাইয়ের কাজে, সুপারমার্কেটেও। প্রাণ বাজি রেখে সচল রাখছেন দেশকে।
এখানে রানি!
সুদীর্ঘ রাজত্বে প্রথম বার পিকাডিলি সার্কাসে দেখা গেল রানি দ্বিতীয় এলিজাবেথকে। পিকাডিলির বিখ্যাত আলোয় ভেসে উঠল রানির বিশাল ছবি। করোনা আর কত আশ্চর্য করবে আমাদের!
কৃষ্ণের অপেরা
শ্রীকৃষ্ণকে নিয়ে অপেরা রচনা করেছিলেন বিখ্যাত সুরস্রষ্টা স্যর জন টাভেনার। হারিয়ে যাওয়া এই অপেরাটি মঞ্চস্থ হবে। সৌজন্যে প্রিন্স চার্লস। ২০১৩-য় টাভেনারের মৃত্যুর পর তাঁর রচিত এই শেষ অপেরাটির খোঁজ মেলে। টাভেনারের বন্ধু প্রিন্স চার্লস অপেরাটি ‘ওয়েলস ন্যাশনাল অপেরা’র ডেভিড পাউন্টনিকে দেখান। ২০২৪ সালে সারে-র গ্রেঞ্জ পার্ক অপেরায় এর মঞ্চায়ন হবে। এখন ইউরোপ ও ভারতে অপেরাটি প্রিমিয়ার করার জন্য সহযোগী খুঁজছেন ডেভিড। অনেকের মনে পড়বে, যুবরানি ডায়নার শেষকৃত্যে টাভেনারের রচিত ‘সং অব আথিনি’ বিশ্ব জোড়া মানুষকে মুগ্ধ করেছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy