Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Coronavirus

লকডাউনে আটকে থাকাদের ঘরে ফেরার আর্জি

এই লকডাউন পরিস্থিতিতে পাঠকদের থেকে তাঁদের অবস্থার কথা, তাঁদের চারপাশের অবস্থার কথা জানতে চাইছি আমরা। সেই সূত্রেই নানান ধরনের সমস্যা পাঠকরা লিখে জানাচ্ছেন। পাঠাচ্ছেন অন্যান্য খবরাখবরও। সমস্যায় পড়া মানুষদের কথা সরকার, প্রশাসন, এবং অবশ্যই আমাদের সব পাঠকের সামনে তুলে ধরতে আমরা ম‌রনোনীত লেখাগুলি প্রকাশ করছি।এই লকডাউন পরিস্থিতিতে পাঠকদের থেকে তাঁদের অবস্থার কথা, তাঁদের চারপাশের অবস্থার কথা জানতে চাইছি আমরা। সেই সূত্রেই নানান ধরনের সমস্যা পাঠকরা লিখে জানাচ্ছেন। পাঠাচ্ছেন অন্যান্য খবরাখবরও। সমস্যায় পড়া মানুষদের কথা সরকার, প্রশাসন, এবং অবশ্যই আমাদের সব পাঠকের সামনে তুলে ধরতে আমরা ম‌রনোনীত লেখাগুলি প্রকাশ করছি।

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ১৫:০০
Share: Save:

আমাদের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। কেরলে কাজে এসে আটকে পড়েছি। গত কয়েকদিন থেকে আমরা খুব কষ্টে আছি। হাতে যা টাকা-পয়সা ছিল, ফুরিয়ে গিয়েছে। এখন সরকার থেকে আটকে থাকা শ্রমিকদের কাজ শুরু করতে বললেও ইট, বালি, সিমেন্ট, পাথরের গাড়ি চলাচল করতে না দেওয়ার কারণে আমাদের কাজও শুরু হচ্ছে না। প্রথম থেকে আমাদের পাশে দাড়িয়েছেন বহরমপুরের সাংসদ ও এখানকার মুসলিম লিগের নেতারা। বাড়ির লোকেরা খুব টেনশনে আছে। লকডাউনের বাকি দিনগুলো কী ভাবে পার করব, তা ভেবে পাচ্ছি না। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, বিভিন্ন রাজ্য আটকে থাকা শ্রমিকদের পাশাপাশি আমাদেরকেও দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন।
কাদিরুল ইসলাম
মোবাইল: ৭০০১২৫৮৬৫৫

খাবার পাচ্ছি না, টাকাও শেষ, দয়া করে সাহায্য করুন

আমি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের স্যাঙা গ্রামের বাসিন্দা। এখন উত্তরপ্রদেশের উন্নাওয়ের শুক্লাগজে আছি। এখানে খাবার পাচ্ছি না, টাকা যা ছিল, সেটাও শেষ। দয়া করে আমাদের সাহায্য করুন। আমার মা বাড়িতে একা আছেন বয়স ৭০ বাড়িতে। তাঁর কাছেও চাল ডাল তেল নেই। দয়া করে সাহায্য করুন।
গৌরব ভট্টাচার্য
মোবাইল: ৯৪০০৫০৫৪৮১

বাড়ি ফিরতে চাই

আমরা গুজরাটের সুরতে আছি। এক মাস ১০ দিন হয়ে গেল আমাদের কাছে টাকা পয়সা নেই। গুজরাত সরকারের তরফ থেকে কিছু পায়নি আমরা। যা টাকা পয়সা পেয়েছিলাম কাজ করে, সব শেষ হয়ে গিয়েছে। বাড়ি ফিরতে চাই। আমাদের বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার কালনা শহরে।
অভিজিৎ দাস
ইমেল: abhijitdas814587@gmail.com

লকডাউনে কোনও ভাবেই বাড়ি ফিরতে পারছি না

আমি কলকাতার একটি বিপিও-তে কাজ করি। আমাদের অফিস বন্ধ। লকডাউনে কোনও ভাবেই বাড়ি ফিরতে পারছি না। আমার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। বাড়িতে বয়স্ক বাবা-মা রয়েছেন। আমার এক বছর বয়সের মেয়ে রয়েছে। আরও অন্তত দু’মাস কোনও কিছু চালু হবে না। যদি বাড়ি ফেরার কোনও ব্যবস্থা করেন, তা হলে উপকৃত হতাম।
অরুণ মণ্ডল
ইমেল: mondal.arun7@gmail.com

লকডাউনের জন্য আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে

আমি ওড়িশার জাজপুরের বামনিপাল এলাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করি। লকডাউনের জন্য আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। আমি বামনিপালেই আটকে আছি গত ২৫ মার্চ থেকে। প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে আছি। হাওড়ার ঘোষপাড়ায় আমার বাড়ি। বাড়িতে স্ত্রী ও স্কুলপড়ুয়া ছেলেমেয়ে রয়েছে। তাঁদের সাহায্য করার জন্য অন্য কেউ নেই। দ্রুত আমার স্ত্রীর ইউএসজি এবং কোলনোস্কপি করাতে বলেছেন ডাক্তার, কারণ মলের সঙ্গে রক্ত আসছে। তাই তাঁর চিকিৎসার জন্য আমার বাড়ি যাওয়া অত্যন্ত প্রয়োজন। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, প্লিজ আমাকে বাড়ি ফিরতে সাহায্য করুন।
অসিতবরণ রায়
মোবাইল: ৮৫৮২৯৭৭৩০৩

ভেলোরে চিকিৎসা করাতে এসে আটকে পড়েছি

আমরা ভেলোরে চিকিৎসা করাতে এসে আটকে পড়েছি। যাওয়ার কোও উপায় নেই। কবে যেতে পারব জানি না। আমাদের বাড়ি কলকাতার দমদমে। চিকিৎসার জন‍্য ভেলোরে এসেছি ফেব্রুয়ারিতে। এখনও পযন্ত এখানেই আটকে আছি। ঈশ্বর জানেন কবে বাড়ি ফিরতে পারব।
শ্রীদাম দেবনাথ
মোবাইল ৭৩১৮৯৮১৮৮৬

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID-19 Coronavirus Lockdown Coronavirus in West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy