গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।
ফাঁস হয়ে গিয়েছে ফেসবুক ইউজারদের ব্যক্তিগত তথ্য। কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি কনসাল্টেন্সি ফার্মের কাছে প্রায় ৫ কোটি ইউজারের তথ্য ফাঁস করা হয়েছে বলে অভিযোগ।
এই অভিযোগের প্রেক্ষিতে আমেরিকার রাজনীতি উত্তাল হয়েছে তো বটেই, উত্তপ্ত ভারতও। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। কংগ্রেস পাল্টা আঙুল তুলেছে বিজেপি এবং জেডি(ইউ)-এর দিকে।
এ দিকে আবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে।
কী বললেন মমতা পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে? ফেসবুক ইউজারদের তথ্য ফাঁস কাণ্ড কোন দিকে গড়াচ্ছে? আর কী কী গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজ? দিনভরের ব্যস্ততায় মিস করে গিয়েছেন? দেখে নিন এক ঝলকে:
আজ সারা দিনে কোথায় কী কী ঘটল?
• ইউজারদের তথ্য বেহাতের অভিযোগ, ঘোর বিপাকে ফেসবুক
ব্যবহারকারীদের (ইউজার) ব্যক্তিগত তথ্য বেহাত করার অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরুর খবরেই নড়ে গিয়েছে ওয়াল স্ট্রিট। দু’দিনে পাঁচ হাজার কোটি ডলারের সম্পত্তি বেহাত হয়েছে মার্ক জুকেরবার্গ তথা ফেসবুকের। সবিস্তার পড়তে ক্লিক করুন।
• পঞ্চায়েত ভোট অগস্টে, প্রশাসনিক বৈঠকে ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
রাজ্য নির্বাচন কমিশন এখনও জানায়নি, কবে হবে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে দিলেন। ভোট যে বেশ কয়েক মাস পিছিয়ে যাচ্ছে, সে আভাস স্পষ্টই মিলল। সবিস্তার পড়তে ক্লিক করুন।
• লিঙ্গায়ত-অঙ্কেই কর্নাটকে এ বার বেকায়দায় বিজেপি
আগে কর্নাটকের বিজেপি সরকার ছিল লিঙ্গায়তদের ‘ধর্মীয় সংখ্যালঘু’ তকমা দেওয়ার পক্ষে। কেন্দ্রের কংগ্রেস সরকার মানেনি সে সুপারিশ। এ বার কর্নাটকের কংগ্রেস সরকার লিঙ্গায়ত সম্প্রদায়কে ‘ধর্মীয় সংখ্যালঘু’ তকমা দিতে তৎপর। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার রাজি হচ্ছে না। সবিস্তার পড়তে ক্লিক করুন।
• পাগলা সানাইয়ের সুরে বিসমিল্লার জন্মদিন
ফের নাতি হওয়ার খবরটা পেয়েই ঠাকুরদাদা বলে উঠেছিলেন, ‘বিসমিল্লা’! সেই শব্দেই গোটা দুনিয়া যে তাঁর নাতিকে চিনবে, তা তখন ভাবেননি ভোজপুরের রাজার ডুমরাও প্রাসাদের ওই সভাসঙ্গীতকার। বুধবার সেই ‘বিসমিল্লা’র ১০২তম জন্মদিন। শ্রদ্ধা জানাল গুগলও। সবিস্তার পড়তে ক্লিক করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy