Advertisement
০৫ নভেম্বর ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

দারিদ্রের মধ্যেও সৌন্দর্যের আনন্দ

মৃণাল কান্তি গায়েন ব্রোঞ্জ-ভাস্কর্য নিয়ে প্রদর্শনী করলেন আইসিসিআর-এ। শিরোনাম ‘লাইটনেস অব বিং’। সুন্দরবন অঞ্চলের জলজ নিসর্গের ভিতর তিনি এনেছেন সত্তার নির্ভরতা।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

মৃণাল কান্তি গায়েন ব্রোঞ্জ-ভাস্কর্য নিয়ে প্রদর্শনী করলেন আইসিসিআর-এ। শিরোনাম ‘লাইটনেস অব বিং’। সুন্দরবন অঞ্চলের জলজ নিসর্গের ভিতর তিনি এনেছেন সত্তার নির্ভরতা। রূপায়িত করেছেন মূলত জলাশয়। সেই জলের উপর তীরবর্তী গাছপালা পশুপাখির নিবিড় ছায়া। দারিদ্রের বঞ্চনার ভিতর থেকে সৌন্দর্যের আনন্দকে বের করে এনেছেন। পরিসরের অধরা শূন্যকে তিনি সংবৃত ত্রিমাত্রিক নির্মাণে রূপবদ্ধ করেছেন। তার স্বাতন্ত্র্য ও অভিনবত্ব অতুলনীয়।

চলছে

অ্যাকাডেমি: • শিবানী সেনগুপ্ত এবং সিদ্ধার্থ সেনগুপ্ত ৬ থেকে ১২ পর্যন্ত।

শুভ্রাংশু চট্টোপাধ্যায় এবং দেবযানী দত্ত ৬ থেকে ১২ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • অসীম পাল, বরুণ প্রামাণিক প্রমুখ ৬ থেকে১১ পর্যন্ত।

নাতাশা সরকার ৬ থেকে ১১ পর্যন্ত।

আইসিসিআর: • অভিজিৎ ভক্ত, অশোক পৈলান প্রমুখ ৭ পর্যন্ত।

অন্য বিষয়গুলি:

Sculpture Art Exhibition The Lightness of Being
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE