ফাইল চিত্র।
গত বছরের ১ এপ্রিল ব্যাঙ্ক অব বরোদার সঙ্গে মিশিয়ে দেওয়া হয় আরও দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ককে। রবিবার এক বিবৃতিতে ব্যাঙ্ক অব বরোদা জানিয়েছে, বাকি দুই ব্যাঙ্কের ৩৮৯৮টি শাখার সঙ্গে প্রযুক্তি সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ করেছে তারা। সম্প্রতি দেনা ব্যাঙ্কের ১৭৭০টি শাখাকে তাদের অধীনে নিয়ে আসা হয়েছে। বিজয়া ব্যাঙ্কের ২১২৮টি শাখা সংযুক্ত হয়েছিল গত সেপ্টেম্বরেই। এর ফলে নতুন ব্যাঙ্কটির শাখার সংখ্যা দাঁড়াল ৮২৪৮। এটিএম ১০,৩১৮টি। জুড়েছে পিওএস যন্ত্রও। দুই সাবেক ব্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কোটি গ্রাহকের অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। যুক্ত করা হয়েছে ডিজিটাল পরিষেবাও।
ব্যাঙ্ক অব বরোদার এমডি-সিইও সঞ্জীব চাড্ডা বিবৃতিতে বলেছেন, ‘‘সাবেক ব্যাঙ্ক দু’টির সঙ্গে আমাদের সংযুক্তিকরণ প্রক্রিয়া শেষ হয়েছে। করোনার সমস্যার মধ্যেও তা হয়েছে যথেষ্ট দ্রুত। প্রত্যেক গ্রাহক এখন থেকে ব্যাঙ্ক অব বরোদার সমস্ত রকম পরিষেবার সুবিধা পাবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy