Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Unemployment

কাজ বদলের ইচ্ছেয় বাধা কাজের অভাব

বুধবারই ১০,০০০ কর্মী ছাঁটারসিদ্ধান্তের কথা বলেছে মাইক্রোসফট। এর আগে ছাঁটাই করেছে অ্যামাজ়ন, ফেসবুক, টুইটারের মতো সংস্থা।

দেশে কমেছে বেকারত্ব।

দেশে কমেছে বেকারত্ব। প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ০৬:৩০
Share: Save:

নতুন বছরে মাথা নামাল বেকারত্বের হার। উপদেষ্টা সংস্থা সিএমআইই-র পরিসংখ্যান, গত ১৫ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে গোটা দেশে তা কমে হয়েছে ৫.৫৩%। গ্রামে তা নেমেছে ৪.১৯ শতাংশে। শহরেউঁচুতে থাকলেও (৮.৪১%) দু’মাসের সর্বনিম্ন। এই অবস্থায় আর এক পরামর্শদাতা সংস্থা সেনসাসওয়াইডের সমীক্ষা বলছে, এ বছর ভারতে প্রতি পাঁচ পেশাদারের মধ্যে চার জনই চাকরি বদলাতে চাইছেন। খুঁজছেন বেশি বেতনের কাজ। পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য। কিন্তুঅশনিসঙ্কেত দিচ্ছে পেশাদার সমাজ মাধ্যম লিঙ্কডইনের গবেষণা। যেখানে দাবি, ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে ২০২২ সালের ডিসেম্বরে সংস্থাগুলির চাকরি দেওয়ার প্রবণতা ২৩% কম। ফলে চাকরি চাইলেও চাহিদা অনুযায়ী নতুন কাজ কতটা তৈরি হয়, সে দিকে নজর রাখতে চাইছে সংশ্লিষ্ট মহল।

বুধবারই ১০,০০০ কর্মী ছাঁটারসিদ্ধান্তের কথা বলেছে মাইক্রোসফট। এর আগে ছাঁটাই করেছে অ্যামাজ়ন, ফেসবুক, টুইটারের মতো সংস্থা। বিশেষজ্ঞদের বক্তব্য, আমেরিকার সংস্থাগুলির এই ধরনের পদক্ষেপের বিরূপ প্রভাব ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থার উপরেও পড়ে। তারাও কতটা নতুন নিয়োগ করবে বলা মুশকিল। সেনসাসওয়াইডের রিপোর্টকে উদ্ধৃত করে লিঙ্কডইনের যদিও মত, করোনায় দেশের পেশাদারেরা প্রতিকূল অবস্থারমোকাবিলার ক্ষমতা তৈরি করেছেন। কঠিন আর্থিক অবস্থাতেও নিজেদের ক্ষমতায় বিশ্বাস রাখছেন।

অন্য বিষয়গুলি:

Unemployment Jobless Lost Job
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy