—প্রতীকী ছবি।
আরও নতুন চার-পাঁচটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য। তার মধ্যে পুরুলিয়ার সাঁওতালডিহিতে তৈরি হবে ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট, অর্থাৎ মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ। শুক্রবার সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগদিয়ে এমনই জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী বলেন, “সাঁওতালডিহিতে ১৮০০ একর জায়গা হাতে আছে। সেখানেই নতুন দু’টো ইউনিট হবে। প্রয়োজনীয় সমীক্ষা সম্পূর্ণ হয়েছে।”
উৎপাদনের নিরিখে দেশে প্রথম ১০টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে দ্বিতীয় সাঁওতালডিহি। প্রথম বক্রেশ্বরতাপবিদ্যুৎ কেন্দ্র। পঞ্চম সাগরদিঘি। সেই প্রসঙ্গ টেনে অরূপের দাবি,“কেন্দ্রই এই তথ্য প্রকাশ করেছে। উন্নয়ন নিয়ে রাজ্যের সমালোচনা করা কেন্দ্রকে উন্নয়নের নিরিখে দশ গোল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।” রাজ্য সাঁওতালডিহি কেন্দ্রের আধুনিকীকরণে উদ্যোগী হওয়াতেই এই সাফল্য জানিয়ে তাঁর আরও দাবি, সাঁওতালডিহির আধুনিকীকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১৪০৮ কোটি টাকা খরচ করেছে।
মন্ত্রী আরও জানান, ‘হাসির আলো’ প্রকল্পে রাজ্যের কয়েক লক্ষ মানুষকে বিনামূল্যে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হচ্ছে। কয়লার জোগানে টান থাকায় অন্য রাজ্যকে কয়লা আমদানি করতে হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ নিজেদের খনি থেকে কয়লা উৎপাদন করে স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রেখেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy