Advertisement
০২ নভেম্বর ২০২৪

বাড়ছে না কেব্‌লের নিয়মের সময়সীমা

কেব্‌ল টিভি, ডিটিএইচের মতো পরিষেবায় পাকাপাকি ভাবে নতুন মাসুল হার চালু হচ্ছে আগের ঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকেই। বৃহস্পতিবার ফের এ কথা স্পষ্ট ভাবে জানাল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। সেই সময়সীমা মেনে পুরো প্রক্রিয়া শেষ করতে চ্যানেল সংস্থা, মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) ও স্থানীয় কেব্‌ল অপারেটরদের (এলসিও) নির্দেশও দিয়েছে তারা। 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ০২:২০
Share: Save:

কেব্‌ল টিভি, ডিটিএইচের মতো পরিষেবায় পাকাপাকি ভাবে নতুন মাসুল হার চালু হচ্ছে আগের ঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকেই। বৃহস্পতিবার ফের এ কথা স্পষ্ট ভাবে জানাল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। সেই সময়সীমা মেনে পুরো প্রক্রিয়া শেষ করতে চ্যানেল সংস্থা, মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) ও স্থানীয় কেব্‌ল অপারেটরদের (এলসিও) নির্দেশও দিয়েছে তারা।

তবে এখনও বহু গ্রাহকের অভিযোগ, তাঁদের কাছে এ সংক্রান্ত পুরো তথ্য নেই। এমএসও-এলসিওরাও অনেকের কাছ থেকে না কি পছন্দের চ্যানেলের তালিকা নেননি। বরং তাঁরা শুনেছেন ফের পিছোতে পারে ওই সময়সীমা। ট্রাই এ দিন স্পষ্ট জানিয়েছে, সময়সীমা পিছনোর খবরটি গুজব। গত কয়েক দিন ধরে চ্যানেল বাছাইয়ের কাজ চলছে অত্যন্ত দ্রুত হারে।

গ্রাহকদের প্রতি ট্রাইয়ের পরামর্শ, শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে তাঁরা দ্রুত পছন্দের চ্যানেলের তালিকা এলসিও বা এমএসওর কাছে জমা দিন। ট্রাই সূত্রের খবর, ৩১ জানুয়ারির মধ্যে যাঁরা তা জমা দেবেন না, তাঁরা টিভির পর্দায় কিছু ‘ফ্রি টু এয়ার’ চ্যানেলের ‘বেসিক প্যাক’ দেখতে পাবেন। তবে তালিকা না দেওয়া পর্যন্ত পে চ্যানেল নাও দেখা যেতে পারে।

আর যাঁরা তালিকা দেবেন, কোনও কারণে ১ ফেব্রুয়ারির মধ্যে সেটি এমএসও বা এলসিওরা সিস্টেমে তুলতে না পারলে, তাঁরা এখন চালু পুরনো চ্যানেলগুলি দেখতে পাবেন। তবে সেগুলির মাসুল হার ধার্য হবে নতুন হারে। আর সিস্টেমে তালিকা উঠলে সেই অনুযায়ী

চ্যানেল দেখবেন।

অন্য বিষয়গুলি:

TRAI Cable TV DTH
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE