গাঁটছড়া বাঁধার লক্ষ্যে আরও এক ধাপ এগোল টয়োটা-সুজুকি। চার মাস আগে বিশ্বের অগ্রণী এই দুই গাড়ি সংস্থা প্রথম বার কাছাকাছি আসার ইঙ্গিত দিয়েছিল। সোমবার সেই লক্ষ্যে আলোচনা শুরুর সিদ্ধান্তে সিলমোহর পড়ল।
পরিবেশ, সুরক্ষা, তথ্যপ্রযুক্তি এবং যন্ত্রাংশের জোগান সংক্রান্ত বিষয়ে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার পরিকল্পনার কথা গত অক্টোবরে জানিয়েছিল টয়োটা ও সুজুকি। এ দিন তারা বিবৃতিতে বলেছে, ‘‘তারপর থেকে দুই সংস্থাই সুস্থ ও স্বচ্ছ প্রতিযোগিতা বজায় রেখেও গাঁটছড়া বাঁধা নিয়ে আলোচনা করেছে। এখন টয়োটা ও সুজুকি সেই জোটের প্রথম ধাপ নিয়ে কাজ শুরু করতে সম্মত হয়েছে। প্রস্তাব বাস্তবায়িত করার জন্য দ্রুত একটি পরিকাঠামোও তৈরি করা হবে।’’
টয়োটা-র প্রেসিডেন্ট আকিও টয়োডা বলেছেন ‘‘সকলের কাছে গাড়ি চড়ার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে আমরা সহযোগিতার জন্য তৈরি।’’ অন্য দিকে, সুজুকি-র চেয়ারম্যান ওসামু সুজুকি বলেছেন, ‘‘একটা যৌথ সম্পর্কের সূচনা লগ্নে আমরা দাঁড়িয়ে।’’
বস্তুত, দুই প্রতিদ্বন্দ্বীর কাছাকাছি আসার কারণটাও ব্যবসায়িকই। সংশ্লিষ্ট সূত্রের খবর, ছোট গাড়ির বাজারে পারদর্শিতা থাকলেও শুধু তার উপর নির্ভর করে থাকা সুজুকির পক্ষে সম্ভব নয়। কম দামি গাড়ি তৈরির ক্ষেত্রে টয়োটার আবার সীমাবদ্ধতা রয়েছে।
তাই একে অপরের পরিপূরক হয়ে উঠতে নির্দিষ্ট ভাবে আলোচনা শুরু করল দুই জাপানি সংস্থা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy