তার উপরে মন্দার কারণে খরিদ্দারদের হাতে নগদ নেই বললেই চলে। যার ফলে এ বছর ধরতেরস উৎসবেও সাধারণ মানুষ সোনার দিকে না গিয়ে পিতল-কাঁসার মতো ধাতু কিনে বাড়ি ফিরছেন। সে তো গেল খুচরো সোনা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথার কথা। কিন্তু জানেন কি কোন দেশের ভাঁড়ারে কত সোনা গচ্ছিত রয়েছে? সোনার ভাঁড়ারের বিচারে গ্যালারিতে রইল বিশ্বের প্রথম ১০ দেশ।