ফাইল চিত্র।
ইঙ্গিত আগেই ছিল। বকেয়া লাইসেন্স ও অন্যান্য ফি নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল তিনটি টেলি সংস্থা। সংশ্লিষ্ট সূত্রের খবর, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ও টাটা টেলিসার্ভিসেস ওই বকেয়ার উপর ধার্য জরিমানা, সুদ ও জরিমানার উপরে সুদ মকুবের আর্জি জানিয়েছে সর্বোচ্চ আদালতের কাছে।
ভোডাফোন রায় ফিরে দেখতে আর্জি জানানোর সম্ভাবনার কথা বলেছিল আগেই। এয়ারটেলও রিভিউ পিটিশনের দিশা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছিল বলে সূত্রের খবর। শুক্রবার সবক’টি সংস্থাই পৃথক ভাবে সেই আর্জি জানিয়েছে। যদিও এ নিয়ে মন্তব্য করতে চায়নি তারা।
টেলি সংস্থাগুলি আয়ের কোন হিসেবে লাইসেন্স-সহ অন্যান্য ফি দেবে তা নিয়ে দীর্ঘ বিতর্কের পরে অক্টোবরে সুপ্রিম কোর্ট টেলিকম দফতরের হিসেবকেই মান্যতা দিয়ে তিন মাসের মধ্যে সংস্থাগুলিকে বকেয়া মেটাতে নির্দেশ দেয়। প্রাথমিক হিসেবে, শিল্পের কাছে কেন্দ্রের পাওনা ১ লক্ষ কোটি টাকারও বেশি। টাকার সংস্থান করতে গিয়ে দ্বিতীয় ত্রৈমাসিকে বিপুল ক্ষতির কথা জানিয়েছে ভোডাফোন ও এয়ারটেল।
এই শিল্পে ‘আর্থিক সঙ্কটের’ চাপ কমাতে দু’বছরের প্রাপ্য স্পেকট্রাম ফি স্থগিত রাখার কথা বলেছে কেন্দ্র। সংস্থাগুলিও মাসুল বাড়ানোর ঘোষণা করেছে। যদিও এ সবের জেরে সংস্থাগুলির বোঝা খুব একটা কমবে না বলেই মত উপদেষ্টা সংস্থা ফিচের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy