Advertisement
২২ নভেম্বর ২০২৪
Gold and Silver Price

সোনার দাম ৫৬ হাজার পার, দানা বাঁধছে রেকর্ড ভাঙার আশঙ্কা, দামি রুপোও

সুরক্ষিত লগ্নি হিসাবে সোনার চাহিদা বাড়ছে আন্তর্জাতিক বাজারে। তাই চড়ছে দাম। একে তো দেশে সেই সোনা আমদানির খরচ বেড়েছে। তার উপর টাকার নিরিখে ডলারও উঁচুতে। যা আমদানি মূল্যকে ঠেলে তুলছে।

কলকাতায় পাকা সোনা (২৪ ক্যারাট, ১০ গ্রাম) এক দিনে ৫৫০ টাকা বেড়ে হয়েছে ৫৬,৩৫০ টাকা। এক কেজি রুপোর বাট ৯৫০ টাকা বেড়ে ৬৯,৬৫০।

কলকাতায় পাকা সোনা (২৪ ক্যারাট, ১০ গ্রাম) এক দিনে ৫৫০ টাকা বেড়ে হয়েছে ৫৬,৩৫০ টাকা। এক কেজি রুপোর বাট ৯৫০ টাকা বেড়ে ৬৯,৬৫০। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ০৭:৪৩
Share: Save:

বেড়েই চলেছে সোনার দাম। তাতে হাত ছোঁয়াতে না পেরে অনেকে রুপো কিনতে ঝোঁকায় চড়ছে তার দরও। কলকাতায় পাকা সোনা (২৪ ক্যারাট, ১০ গ্রাম) এক দিনে ৫৫০ টাকা বেড়ে হয়েছে ৫৬,৩৫০ টাকা। এক কেজি রুপোর বাট ৯৫০ টাকা বেড়ে ৬৯,৬৫০। ২০২০-র ৭ অগস্ট সোনা ৫৬,৯৬০ টাকায় উঠেছিল। ওটাই সর্বোচ্চ। ফলে ফের দাম ৫৬ হাজার টাকা পেরোতেই রেকর্ড ভাঙার আশঙ্কা দানা বেঁধেছে। সোনায় লগ্নিকারীরা দাম বৃদ্ধির সুফল পেলেও, গয়নার ক্রেতাদের মাথায় হাত। বিশেষত বিয়ের জন্য যাঁদের তা কিনতেই হবে। বিপাকে ছোট দোকানগুলিও। কারণ, বাজারে ক্রেতা কমেছে।

বিশেষজ্ঞেরা বলছেন, সুরক্ষিত লগ্নি হিসাবে সোনার চাহিদা বাড়ছে আন্তর্জাতিক বাজারে। তাই চড়ছে দাম। একে তো দেশে সেই সোনা আমদানির খরচ বেড়েছে। তার উপর টাকার নিরিখে ডলারও উঁচুতে। যা আমদানি মূল্যকে ঠেলে তুলছে। লগ্নির হিড়িক বেড়েছে দেশেও। সব মিলিয়ে কার্যত ছুটছে সোনা। প্রায় সাড়ে চার মাসে বৃদ্ধি ৬৫৫০ টাকা। সংশ্লিষ্ট মহলের মতে, ২০২০ ও ২১-এ করোনাজনিত অনিশ্চয়তার আবহেও এমন হয়েছিল। সুরক্ষিত সোনাকে আঁকড়ে ধরছিলেন সকলে। কিছু দেশে কোভিড সংক্রমণ বাড়তেই ফের দেশে-বিদেশে সেই ঝোঁক। বিশ্ব বাজারে প্রতি আউন্স ২৪ ক্যারাট সোনা ছুঁয়েছে ১৮৪৩ ডলার।

রাজ্যের জেম অ্যান্ড জুয়েলারি পার্কের সভাপতি অশোক বেঙ্গানি বলছেন, বন্ড থেকেও বহু লগ্নি সোনায় সরছে। কারণ, অনেকের ধারণা আমেরিকায় সুদ বৃদ্ধিতে এ বার রাশ পড়তে পারে। পাকা সোনা বিক্রেতা জেজে গোল্ডের কর্ণধার হর্ষদ আজমেরার দাবি, বিশ্ব বাজারে সোনার জোগান কমেছে দক্ষিণ আফ্রিকায় কিছু খনি বন্ধ হওয়ায়। অন্য দিকে, ভারত-সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্ক সোনা কেনায় চড়া চাহিদা তাইদাম বাড়িয়েছে।

সোনার দাম বাড়লে তার থেকে অনেক বেশি গতিতে চড়ে রুপো, বলছেন ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান অ্যান্ড জুয়েলারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীনেশ খাবরা। এর আগে সোনা রেকর্ড গড়ার সময় রুপোর বাটের কেজি ৭৫,০৩০ টাকা ছুঁয়েছিল। জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের পূর্বাঞ্চলের চেয়ারম্যান পঙ্কজ পারেখ বলেন, সোনার বিকল্প হিসাবে বিদেশে রুপোর গয়নার চাহিদা বেড়েছে। ভারত থেকে তার রফতানি বৃদ্ধিও দাম বৃদ্ধির কারণ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy