Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Indian rupee

এক লাফে বৃদ্ধি ০.১ শতাংশ! নতুন বছরে এই প্রথম ডলারের নিরিখে বাড়ল টাকার দাম

ডলারের দাম প্রায় ০.৩ শতাংশ পড়েছে। সেই তুলনায় এশিয়ার দেশগুলির আঞ্চলিক মুদ্রার দর ০.২ থেকে ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

The Indian rupee logged its biggest one-day gain in more than a month on Tuesday

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৩
Share: Save:

মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়াল টাকার দাম। এ দিন সকালের লেনদেনে ডলারের সাপেক্ষে টাকার দর বেড়েছে । গত বছরের নভেম্বরে পর এক দিনের মধ্যে টাকার দাম সবচেয়ে শক্তিশালী হয়েছে বলে বাজার সূত্রে খবর। ডলারের নিরিখে টাকার দাম ০.১ শতাংশ বেড়ে ৮৫.৭২ টাকায় স্থির হয়েছে। সপ্তাহের প্রথম দিন সোমবারে ডলারের নিরিখে টাকার দর ছিল ৮৫.৭৭ টাকা। সেই তুলনায় ডলারের দাম প্রায় ০.৩ শতাংশ পড়েছে। সেই তুলনায় এশিয়ার দেশগুলির আঞ্চলিক মুদ্রার দর ০.২ থেকে ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। আঞ্চলিক মুদ্রার দর বাড়ার সুফলই ভোগ করেছে ভারতীয় মুদ্রা।বিদেশি ব্যাঙ্কগুলি ডলার বিক্রির ফলেও ভারতীয় টাকার মূল্যবৃদ্ধি হয়েছে বলে মনে করা হয়েছে। অন্তত দুটি বড় বিদেশি ব্যাঙ্ক থেকে ডলার বিক্রিও টাকার দরকে চাঙ্গা করতে সাহায্য করেছে বলে ব্যবসায়ীদের একাংশ দাবি করেছেন।

২০২৪ সালের শেষ দিনেও তলানিতে চলে যায় টাকা। নতুন বছরেও টাকার দরে বিশেষ হেরফের হয়নি। বিশেষজ্ঞদের ব্যাখ্যা ছিল আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভ প্রত্যাশার তুলনায় রক্ষণশীল পদক্ষেপ করায় এবং ভারতীয় অর্থনীতির বিভিন্ন মাপকাঠিতে শ্লথতার লক্ষণ স্পষ্ট হওয়ায় নতুন বছরেও টাকা দুর্বল থাকবে।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য শুল্ক নীতি তেমন আক্রমণাত্মক হবে না এমনটাই আশা করছেন আন্তর্জাতিক বাণিজ্য মহল। ভারতীয় মুদ্রা-সহ এশিয়ার দেশগুলির আঞ্চলিক মুদ্রার দর বৃদ্ধির পিছনে এটিও একটি কারণ বলে মনে করছেন অনেকেই।

অন্য বিষয়গুলি:

indian rupee up Rupee dollar USA Donald Trump trade asia China India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy