Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Share Bazar Closing Bell

মরাঠাভূমির নতুন মুখ্যমন্ত্রীর শপথের মুখে ঊর্ধ্বমুখী বাজার, প্রায় ৮১ হাজারে পৌঁছল সেনসেক্স

বৃহস্পতিবার নতুন মুখ্যমন্ত্রী পাবে মরাঠাভূমি। তার আগে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় বেজায় খুশি লগ্নিকারীরা।

Stock Market surge on 4 December 2024 a day before oath ceremony of new Maharashtra CM

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬:২৭
Share: Save:

লক্ষ্মীবারে নতুন মুখ্যমন্ত্রী পাবে মহারাষ্ট্র। তার আগে ফের চড়ল বাজার। প্রায় ৮১ হাজারের কাছাকাছি পৌঁছেছে সেনসেক্স। নিফটি বেড়েছে প্রায় সাড়ে ২৪ হাজার। ডিসেম্বরের গোড়া থেকেই বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়েছে।

বুধবার, ৪ ডিসেম্বর বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার দাঁড়িয়ে রয়েছে ৮০,৯৫৬.৩৩ পয়েন্টে। অর্থাৎ, ১১০.৫৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। এতে ০.১৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এ দিন সকালে ৮১,০৩৬.২২ পয়েন্টে খুলেছিল বিএসই। সেনসেক্সের সূচক দিনের মধ্যে সর্বোচ্চ উঠেছে ৮১,২৪৫.৩৯ পয়েন্ট।

প্রায় একই ছবি নিফটিতেও দেখা গিয়েছে। দিনশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক থেমেছে ২৪,৪৬৭.৪৫ পয়েন্টে। অর্থাৎ, ১০.৩০ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে নিফটির লেখচিত্র। শতাংশের নিরিখে সেটি ০.০৪২ শতাংশ। বাজার খোলার সময়ে নিফটি দাঁড়িয়েছিল ২৪,৪৮৮.৭৫ পয়েন্টে। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৫৭৩.২০ পয়েন্টে ওঠে এই সূচক।

এ দিন ২ হাজার ৩০৭টি স্টকের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ১ হাজার ৫০৭টি শেয়ারের। আর অপরিবর্তিত রয়েছে ৯৫টি স্টক। নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি লাইফ, অ্যাপোলো হাসপাতাল, এনটিপিসি এবং বজাজ ফিন্যান্সের লগ্নিকারীরা। অন্য দিকে ভারতী এয়ারটেল, সিপলা, বজ়াজ অটো, টাটা মোটরস এবং আদানি পোর্টসের স্টকে বিনিয়োগকারীদের সর্বাধিক লোকসানের মুখে পড়তে হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারে দুই শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। তথ্যপ্রযুক্তি ও মিডিয়ার স্টকের গ্রাফ ০.৫ শতাংশ চড়েছে। গাড়ি নির্মাণকারী এবং এফএমসিজি সংস্থাগুলির শেয়ারের সূচক নেমেছে ০.৭ শতাংশ। বিএসইতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির স্টকের দর ০.৬ এবং এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

অন্য বিষয়গুলি:

Stock Market Up Stock Market Sensex up Nifty up Sensex Nifty Up
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy