Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Stock Market Closing

শুরু ভাল হলেও সূচকের শেষটা ভাল হল না, মাঝ নভেম্বরেও অস্থির শেয়ার বাজার

সোমবার, ১১ নভেম্বর ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। যদিও পড়ে গিয়েছে নিফটির সূচক। যা নিয়ে চিন্তা বেড়েছে লগ্নিকারীদের।

Stock Market closing bell on 11 November 2024 Nifty remain down while Sensex surge

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৬:৪২
Share: Save:

নভেম্বরের মাঝামাঝি পৌঁছেও শেয়ার বাজারে অব্যাহত অস্থিরতা। সপ্তাহের প্রথম কাজের দিনে ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। যদিও নিম্নমুখী থেকেছে নিফটির লেখচিত্র। যা লগ্নিকারীদের হতাশা বাড়িয়েছে।

সোমবার, ১১ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক বৃদ্ধি পেয়েছে ০.০১২ শতাংশ। যা প্রায় ৯.৮৩ পয়েন্ট। এ দিন বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ৭৯,৪৯৬.১৫ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। দিনের শুরুতে যা ছিল ৭৯,২৯৮.৪৬। আর দিনের মধ্যে সর্বোচ্চ ৮০ হাজার ১০২ পয়েন্টে ওঠে বিএসইর সেনসেক্স।

অন্য দিকে এ দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক ছিল নিম্নমুখী। দিনের শেষে ২৪,১৪১.৩০ পয়েন্টে গিয়ে থেকে যায় নিফটি। এতে ০.০২৯ শতাংশ পতন দেখা গিয়েছে। যা প্রায় ৬.৯০ পয়েন্ট। বাজার খোলার সময় নিফটি দাঁড়িয়েছিল ২৪ হাজার ৮৭ পয়েন্টে। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪ হাজার ৩৩৬ পয়েন্টে উঠেছিল এই সূচক।

দুই শেয়ার বাজার মিলিয়ে সোমবার ১ হাজার ৪৪৬টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ২ হাজার ৪৭৮টি স্টকের। আর ১১৬টি শেয়ার অপরিবর্তিত থেকেছে। নিফটিতে সর্বাধিক লাভ করেছেন পাওয়ার গ্রিড কর্পোরেশন, ট্রেন্ট, ইনফোসিস, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রার স্টকের লগ্নিকারীরা।

এনএসসিতে সবচেয়ে খারাপ ফল করেছে এশিয়ান পেন্টস, ব্রিটানিয়া, অ্যাপলো হাসপাতাল, সিপলা এবং ওএনজিসি। এই সংস্থাগুলির শেয়ারের দাম অনেকটা কমে গিয়েছে। ব্যাঙ্ক ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির স্টকের দর বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ০.৬ ও এক শতাংশ। গাড়ি নির্মাণকারী, এফএমসিজি, স্বাস্থ্য, সংকর ধাতু, তেল ও গ্যাস এবং মিডিয়া কোম্পানিগুলির শেয়ারের সূচক নেমেছে ০.৫ থেকে এক শতাংশ।

বম্বে স্টক এক্সচেঞ্জে মাঝারি পুঁজির সংস্থাগুলির স্টকে ০.৮ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে। ছোট পুঁজির সংস্থাগুলির সূচক কমেছে এক শতাংশ। নভেম্বরের প্রথম সপ্তাহে খারাপ ফল করার পর এই বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় বিনিয়োগকারীদের মুখের হাসি চও়ড়া হয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

অন্য বিষয়গুলি:

Sensex up Nifty Down Stock Market News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy