Advertisement
২৪ নভেম্বর ২০২৪
Jairam Ramesh

ইঞ্জিন লাইনচ্যুত, তোপ কেন্দ্রকে

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, ইউপিএ জমানায় এই দুই ‘ইঞ্জিন’ অর্থনীতিকে শক্তি জোগাচ্ছিল। এখন তা ‘লাইনচ্যুত’।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। —ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৭:৩৮
Share: Save:

সাধারণ মানুষের আয় এক জায়গায় আটকে থাকায় বাজারে চাহিদার অভাব এবং বেসরকারি লগ্নির থমকে যাওয়া— মূলত এই দুই কারণে মোদী জমানায় অর্থনীতি সঙ্কটে পড়েছে, অভিযোগ কংগ্রেসের। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, ইউপিএ জমানায় এই দুই ‘ইঞ্জিন’ অর্থনীতিকে শক্তি জোগাচ্ছিল। এখন তা ‘লাইনচ্যুত’। অর্থনীতিকে লাইনে ফেরাতে নির্বাচনের সময়ে কংগ্রেসের ‘ন্যায় পত্রে’ দেওয়া প্রতিশ্রুতিগুলি রূপায়ণ করুক কেন্দ্র। ১০০ দিনের কাজের মজুরি বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করুক। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তার সঙ্গে ঋণ মকুব করুক। মহিলাদের দিক মাসিক আর্থিক সহায়তা। এতে গ্রামে আয় বাড়াবে। না হলে আরও কমবে চাহিদা।

রবিবার নাবার্ডের ‘অল ইন্ডিয়া রুরাল ফিনান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২১-২২’-র কিছু তথ্য তুলে রমেশ দেখান, ওই বছর দেশে কৃষি নির্ভর পরিবারের মাসিক আয় ছিল ১২,৬৯৮-১৩,৬৬১ টাকা। বাকি গ্রামীণ পরিবারের ১১,৪৩৮ টাকা। পরিবারের গড় আয়তন ৪.৪ ধরলে গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক আয় ২৮৮৬ টাকা। দৈনিক ১০০ টাকারও কম। ফলে প্রয়োজন মিটিয়ে খুব কম মানুষের বাড়তি পুঁজি তাকে। অধিকাংশের ১০ বছর আগের থেকে ক্রয়ক্ষমতা কমেছে। যা চাহিদা কমার এবং লগ্নিতে খরার কারণ।

রমেশের বক্তব্য, লেবার ব্যুরোর মজুরি সূচক অনুযায়ী, ২০১৪-২০২৩ সালে শ্রমিকদের প্রকৃত মজুরি থমকে। বস্তুত, ২০১৯-২০২৪ সালে তা কমেছে। কৃষি মন্ত্রকের হিসাবই বলছে, ইউপিএ জমানায় কৃষি মজুরি বৃদ্ধি ছিল ৬.৮%। মোদী আমলে তা ১.৩% সঙ্কুচিত।

অন্য বিষয়গুলি:

Congress Narendra Modi UPA NDA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy