—প্রতীকী চিত্র।
বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি গত মাসে ভারতের অস্থির বাজারে শেয়ার বিক্রি করে ২৫,৫৮৬ কোটি টাকা তুলে নিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাই এর প্রধান কারণ। কেন্দ্রে শক্তিশালী স্থায়ী সরকার গঠিত হলে তাদের ফের ক্রেতার ভূমিকায় দেখা যাবে। তার উপর গত অর্থবর্ষে ভারতে আর্থিক বৃদ্ধির হার সমস্ত পূর্বাভাস ছাপিয়ে ৮.২ শতাংশে পৌঁছে গিয়েছে।
এর আগে গত জানুয়ারিতেও এ দেশে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ২৫,৭৪৩ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছিল। তবে ফেব্রুয়ারিতে উল্টো পথে হেঁটে তারা বাজারে ঢালে প্রায় ৩৫,০৯৮ কোটি টাকা। মার্চে শেয়ার কেনার পরিমাণ অনেকখানি কমালেও, লগ্নি করে ১৫৩৯ কোটি। এপ্রিলে তুলে নেয় ৮৭০০ কোটি।
বিশেষজ্ঞেরা বলছেন, বুথ ফেরত প্রায় সব সমীক্ষায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় ফিরবে বলে দাবি করা হয়েছে। সোমবার সেই ইঙ্গিতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতের বাজারে ফেরে কি না, সেটাই দেখার। সঙ্গে যোগ হবে বিশ্বের সমস্ত বড় দেশকে পিছনে ফেলা আর্থিক বৃদ্ধি। মঙ্গলবার, অর্থাৎ জুন মাসের ৪ তারিখে ভোট গণনা। নির্বাচনের ফলাফলই অদূর ভবিষ্যতে দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের দিক নির্ধারণ করতে পারে বলে মনে করছেন তাঁরা। বিশেষজ্ঞ মহলের একাংশের অবশ্য দাবি, চিনা বাজারে শেয়ারের দাম বাড়ায় বেশি রিটার্নের সুযোগ কাজে লাগাচ্ছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy