নস্ট্যালজিক নোকিয়া! রবিবার সারা দিন এই ধাঁচেই আবেগমেশা নানা পোস্ট ভেসে বেড়াল সোশ্যাল মিডিয়ায়। ১৭ বছর আগে মোবাইল যাঁরা ব্যবহার করতেন, তাঁদের একটা বড় অংশের হাতে দেখা যেত নোকিয়া ৩৩১০ মডেলের হ্যান্ডসেট।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ডিজাইন- চার ধরনের রঙে পাবেন নোকিয়া ফাইভ মডেল। নীল, রুপোলি, কালো এবং তামাটে।
০২১২
সাইজ- এই মডেলটির সাইজ ১৪৯.৭ x ৭২.৫ x ৮.০৫ মিলিমিটার।
০৩১২
নেটওয়ার্ক- এলটিই ক্যাট-ফোর
০৪১২
স্টোরেজ- নোকিয়া ফাইভের অভ্যন্তরীণ মেমরি রয়েছে ১৬ জিবি। ১২৮ জিবি পর্যন্ত তা বাড়ানো যাবে।
দাম- এই মুহূর্তে গোটা ইউরোপে নোকিয়া ফাইভ পাওয়া যাবে। এই মডেলটির দাম রাখা হয়েছে ১৮৯ ইউরো। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ১৩ হাজারের কাছাকাছি। এই বছরে ভারতেও নোকিয়া ফাইভ মডেলটি পাওয়া যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।