শেয়ার বাজারে পতন অব্যাহত। প্রতিনিধিত্বমূলক ছবি।
শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত। বৃহস্পতিবারের পর শুক্রবারেও বড় ক্ষতির মুখে পড়ল সেনসেক্স এবং নিফটি। শুক্রবার শেয়ার সূচক সেনসেক্স সর্বোচ্চ ৬৫,১০৬.০০ পয়েন্ট পর্যন্ত ওঠে, সর্বনিম্ন ৬৪,৭৩২.৫৭ পয়েন্ট। দিনের শেষে বৃহস্পতিবারের তুলনায় ৩৬৫.৮৩ পয়েন্ট নেমে সেনসেক্স থামল ৬৪,৮৮৬.৫১ পয়েন্টে, ১২০.৯০ পয়েন্ট কমে নিফটি শেষ করল ১৯,২৬৫.৮০ পয়েন্টে।
সপ্তাহের শেষ দিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) প্রায় সব সেক্টরই ক্ষতির মুখে পড়েছে। বিএসইতে টেলিকম সেক্টরের ক্ষতির পরিমাণ ১.৩৬ শতাংশ। বিএসইতে শুক্রবার ক্ষতির মুখোমুখি হয়েছে ক্যাপিটাল গুড্স, রিয়্যালটি, পাওয়ার। ক্যাপিটাল গুড্সের সম্পদের পরিমাণ কমেছে ১.২৯ শতাংশ। এনএসইতে সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে সরকারি ব্যাঙ্ক, সম্পদের পরিমাণ কমেছে ১.৫১ শতাংশ।
সংস্থাগুলির মধ্যে সেনসেক্সে সর্বাধিক লাভের তালিকায় রয়েছে বজাজ ফিনসার্ভ, বজাজ ফিন্যান্স, এশিয়ান পেন্টস। শীর্ষে থাকা বজাজ ফিনসার্ভের বাজারদর বেড়েছে ২.৩৬ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে বজাজ ফিনসার্ভ, এশিয়ান পেন্টস, বজাজ ফিন্যান্স। সেনসেক্সে শুক্রবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জেএসডব্লিউ স্টিল। শীর্ষে থাকা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ ১.৮৯ শতাংশ। নিফটিতে ২.১৭ শতাংশ বাজারদর কমে ক্ষতির তালিকা রয়েছে ডক্টর রেড্ডিস ল্যাব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy