Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Stock Market Up

ট্রাম্প জিততেই ছুটল শেয়ার বাজার, সেনসেক্স ৮০ হাজার পার, কমল টাকার দাম

আমেরিকার প্রেসিডেন্ট পদে ফের এক বার ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই তার প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। বুধবার, ৬ নভেম্বর ৮০ হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্স। ২৭৩ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে নিফটিতে।

Sensex Nifty surge more than 1 percent on 6 November 2024 due to landslide victory of Donald Trump in US Presidential election

প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৬:৫০
Share: Save:

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশিত হতেই ছুটল ভারতের শেয়ার বাজার। বুধবার, ৬ নভেম্বর সেনসেক্স ও নিফটিতে এক শতাংশের বেশি বৃদ্ধি দেখা গিয়েছে। এই নিয়ে পর পর দু’দিন ঊর্ধ্বমুখী হল স্টক বাজার। যা লগ্নিকারীদের মুখের হাসি চওড়া করেছে।

এ দিন সকাল থেকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিসের থেকে এগিয়ে ছিলেন। বেলা গড়াতেই তিনি যে দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্টের কুর্সিতে বসতে চলেছেন, তা স্পষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞদের দাবি, এর সরাসরি প্রভাব পড়ে বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। এই দুই শেয়ার বাজারের সূচকও রকেট গতিতে চড়তে থাকে।

এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) খোলার সময়ে ৭৯,৭৭১.৮২ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ৯০১.৫০ পয়েন্ট বেড়েছে সূচক। দিনশেষে ৮০,৩৭৮.১৩ পয়েন্টে চলে আসে সেনসেক্স। অর্থাৎ, ১.১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বাজারের লেখচিত্র।

অন্য দিকে ২৪,৩০৮.৭৫ পয়েন্টে খুলেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। দিনশেষে ২৪,৪৮৬.৩৫ পয়েন্টে উঠে যায় নিফটি। এতে ২৭৩.০৫ পয়েন্টের বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। শতাংশের নিরিখে যা প্রায় ১.১৩। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৫৩৭.৬০ পয়েন্টে উঠেছিল নিফটি। আর সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৮০,৫৬৯.৭৩ পয়েন্ট।

বিএসইতে এ দিন ২৫টি স্টক সবুজ জ়োনে শেষ করেছে। সবচেয়ে লাভ করেছেন টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক ও আদানি পোর্টের লগ্নিকারীরা। আর দর কমেছে টাইটান, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, অ্যাক্সিস ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের। বিএসইতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির সূচক যথাক্রমে ২.২৮ এবং ১.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিএসইতে তালিকাভুক্তি সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের সেশনের চেয়ে প্রায় ৪৫৩ লক্ষ কোটি টাকা বেড়েছে। মঙ্গলবার, ৫ নভেম্বর এই অঙ্ক ছিল ৪৪৫ লক্ষ কোটি। অর্থাৎ, এক দিনে লগ্নিকারীদের চার লক্ষ কোটি টাকা আয় করেছেন। এনএসইতে তেল ও গ্যাস এবং রিয়্যাল এস্টেট সংস্থাগুলির শেয়ারের দাম তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া গাড়ি নির্মাণকারী সংস্থা, ফার্মা, সংকর ধাতু, মিডিয়া এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্টকের দর এক শতাংশের বেশি চড়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের দিনে শেয়ার বাজারে রকেট গতি দেখা গেলেও ফের কমেছে টাকার দাম। এ দিন ডলারের নিরিখে ৮৪.১৯-এ নেমে আসে ভারতীয় মুদ্রা। মঙ্গলবার (৫ নভেম্বর) অবশ্য ৮৪.১৩-তে নেমে গিয়েছিল ভারতীয় টাকা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

অন্য বিষয়গুলি:

Stock Market Up Share Bazar up Sensex Nifty Up Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy