Advertisement
২২ নভেম্বর ২০২৪
Samsung

Samsung: ভারতে ফিচার ফোন বেচবে না স্যামসাং

মূলত সরবরাহে সমস্যা, প্রচুর পরিমাণে ফোন মজুত থাকা এবং চাহিদা কমায় জানুয়ারি-মার্চে ভারতে ফিচার ফোনের সরবরাহ কমেছে ৩৯%।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২২ ০৬:১৩
Share: Save:

ভারতে কম দামি ফিচার ফোনের বাজার থেকে সরার কথা ভাবছে স্যামসাং। সূত্রের খবর, বর্তমানে সংস্থার হাতে যে বরাত রয়েছে, এ বছরে ডিসেম্বরে তার শেষ ব্যাচের উৎপাদন করবে সহযোগী সংস্থা ডিক্সন। তার পরে এ দেশে আর এই ধরনের ফোন তৈরি করবে না দক্ষিণ কোরীয় সংস্থাটি। বরং এ বার তারা জোর দেবে স্মার্ট ফোনে। শুধু তা-ই নয়, আগামী দিনে ভারতে ১৫,০০০ টাকার বেশি দামি ফোনই বাজারে আনার পরিকল্পনাও নিয়েছে স্যামসাং। যদিও দুই সংস্থাই এ বিষয়ে মুখ খোলেনি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিসংখ্যান বলছে, মূলত সরবরাহে সমস্যা, প্রচুর পরিমাণে ফোন মজুত থাকা এবং চাহিদা কমায় জানুয়ারি-মার্চে ভারতে ফিচার ফোনের সরবরাহ কমেছে ৩৯%। এ দিকে ক’বছর আগেও সেই বাজারের শীর্ষ স্থানে থাকলেও, এখন আইটেল, লাভার মতো প্রতিযোগীর কাছে পিছিয়ে পড়েছে স্যামসাং। মার্চ শেষের হিসাব বলছে, এই ধরনের ফোন টাকার অঙ্কে তাদের সরবরাহের ১% এবং সংখ্যার বিচারে ২০% দখল করে রয়েছে।

সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, সরকারের উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্পের সুবিধা পেতে বিদেশি সংস্থা হিসেবে স্যামসাং-কে ১৫,০০০ টাকার বেশি দামে ফোন তৈরি করতে হবে। সেখানেই দেশীয় সংস্থাগুলি তার কম দামের ফোনে সেই সুবিধা পাবে। যদিও অনেকে বলছেন, মূল্যবৃদ্ধি, অতিমারি-সহ নানা কারণে বহু মানুষের হাতেই ফোনের জন্য বাড়তি অর্থ থাকছে না। ফলে স্যামসাং শুধু ১৫,০০০ টাকার বেশি ফোন আনলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

অন্য বিষয়গুলি:

Samsung India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy