স্বাস্থ্য সচেতনতার দিক থেকে ভারতের শহরগুলির মধ্যে প্রথম স্থানেই রয়েছে দূষণ সমস্যায় জর্জরিত দিলি। সম্প্রতি অনলাইন কেনাকাটার ধরনের ভিত্তিতে ফ্লিপকার্টের করা এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। দিল্লির পরেই তালিকায় রয়েছে বেঙ্গালুরু এবং মুম্বই। কলকাতা রয়েছে চতুর্থ স্থানে।
দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনতে চলতি বছরের শুরুতেই ১৫ দিনের জন্য এক দফা গাড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল সরকার। একই ব্যবস্থা ফের চালু হতে চলেছে এপ্রিলেও। এমনকী এ বার থেকে প্রতি মাসেই ১৫ দিন করে এই নিয়ন্ত্রণ বহাল রাখতে চায় দিল্লি সরকার। এই অবস্থায় সমীক্ষায় ই-কমার্স সংস্থাটির দাবি, ৩৫ থেকে ৪০ বছর বয়সী দিল্লিবাসীরই পছন্দ বায়ুশোধক যন্ত্র। আর তরুণ প্রজন্মের চাহিদার প্রথম সারিতে রয়েছে হাতে পরার ফিটনেস ব্যান্ড। এ ছাড়াও তালিকায় রয়েছে জলশোধক, ওজন মাপা, ব্লাড সুগার ও প্রেশার পরীক্ষার যন্ত্র।
বিভিন্ন ধরনের দূষণ, বেশি সময় ধরে কাজ করা এবং চাকরি ও পারিবারিক জীবনের মধ্যে সামঞ্জস্য রাখতেই মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতন পণ্য বেছে নিচ্ছেন বলে দাবি ফ্লিপকার্টের। আর এই স্বাস্থ্য সচেতনতার হাত ধরেই গত ছ’মাসে এ ধরনের পণ্যের বিক্রি দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে সংস্থা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy