গাড়ির ভিতর আরামকেদারা, মার্বেলের টেবিল, রেনোর এই গাড়ি চমকে দেবে
সেল্ফ-ড্রাইভিং গাড়ি আনতে চলেছে রেনো। একটা কনসেপ্ট কার ইতিমধ্যেই তৈরি করেছে ফেলেছে তারা।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ১৫:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
সেল্ফ-ড্রাইভিং গাড়ি আনতে চলেছে রেনো। একটা কনসেপ্ট কার ইতিমধ্যেই তৈরি করেছে ফেলেছে তারা।
০২১০
এ বছরেই প্যারিস মোটর শো-তে গাড়িটির প্রদর্শনী হয়েছে।
০৩১০
গাড়িটির নাম দেওয়া হয়েছে এজ-আল্টিমো। গাড়িটি ৫.৬ মিটার দীর্ঘ।
০৪১০
গাড়িটি পুরোপুরি স্বয়ংচালিত। চালকের বসার কোনও জায়গাই নেই এই গাড়িতে।
০৫১০
তিন জন বসার মতো জায়গা রয়েছে গাড়িটিতে।
০৬১০
পেট্রল বা ডিজেলচালিত নয়, গাড়িটির পুরোটাই ইলেকট্রিক পরিচালিত।
০৭১০
গাড়ির অন্দরসজ্জা এমন ভাবে রাখা হয়েছে যে যাত্রীরা এতে চড়লেই মনে হবে যেন গাড়ি নয়, ঘরের ভিতরেই বসে আছেন!
০৮১০
গাড়ির ভিতরে থাকছে আরামকেদারা। মার্বেলের তৈরি টেবিল। গাড়ির ফুটবোর্ড তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠবাদাম গাছের কাঠ।
০৯১০
গাড়ির বাইরের অংশে ৬০০টি হিরের আকৃতির ওয়ান-ওয়ে মিরর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। ফলে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের বাইরে থেকে কেউ দেখতে পাবেন না। কিন্তু যাত্রীরা ভিতর থেকে বাইরের সব কিছুই দেখতে পাবেন।
১০১০
কবে বাজারে আসবে গাড়িটি সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি রেনো।