Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Reliance Industry

বকেয়া ঋণ মেটাতে ২৫৪৫৮৭৫০০০০০ টাকার নয়া ঋণ! ছ’টি ব্যাঙ্কের সঙ্গে কথা চালাচ্ছেন অম্বানী?

সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ নিউজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, আসল এবং সুদ মিলিয়ে ২০২৫ সালে বাজারে প্রায় ২৯০ কোটি ডলারের ঋণ বকেয়া রয়েছে রিলায়্যান্স গোষ্ঠীর। যদিও এই বিষয়ে এখনও গোষ্ঠীর তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Reliance Industry seeks loan up to 3 billion dollar for refinancing, says source

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬
Share: Save:

বাজারে থাকা বকেয়া ঋণ শোধ করতে ৩০০ কোটি ডলারের নতুন ঋণ নিতে চাইছে মুকেশ অম্বানীর মালিকানাধীন রিলায়্যান্স গোষ্ঠী। ভারতীয় মুদ্রায় যা ২৫৪৫৮৭৫০০০০০ (এক ডলারের দাম ৮৪.৮৬ টাকার নিরিখে) টাকার সমান। ঋণ চুক্তি পাকা করতে রিলায়্যান্স গোষ্ঠীর তরফে বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে আলাপ-আলোচনার কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সূত্রের খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, ৩০০ কোটি ডলারের নতুন ঋণ নিয়ে অম্বানীদের সঙ্গে ছ’টি ব্যাঙ্কের কথা চলছে। ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করছেন তিনি। যদিও কোনও ব্যাঙ্কের সঙ্গেই এখনও কোনও চুক্তি চূড়ান্ত করা হয়নি এবং এর শর্তাবলি পরিবর্তন সাপেক্ষ বলেও যোগ করেছেন ওই সূত্র।

সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ নিউজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, আসল এবং সুদ মিলিয়ে ২০২৫ সালে বাজারে প্রায় ২৯০ কোটি ডলারের ঋণ বকেয়া রয়েছে রিলায়্যান্স গোষ্ঠীর। যদিও এই বিষয়ে এখনও গোষ্ঠীর তরফে কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ৮০০ কোটি ডলারের বেশি ঋণ নিয়েছিল রিলায়্যান্স গোষ্ঠী। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রিলায়্যান্স জিয়ো ইনফোকম লিমিটেডের জন্য মোট ৫৫ ঋণদাতার কাছ থেকে ওই ঋণ নিয়েছিল রিলায়্যান্স গোষ্ঠী।

বিগত দু’মাস ধরে ভারতীয় শেয়ার বাজারের সূচক পড়তির দিকে। বিদেশি লগ্নিকারীরা বাজার থেকে অনেক টাকা তুলে নিয়েছেন। অন্য দিকে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর ডলারের নিরিখে টাকার দামেও রেকর্ড পতন দেখা গিয়েছে। দেশের আর্থিক বৃদ্ধি কমেছে, মাথাচাড়া দিয়েছে মূল্যবৃদ্ধি। ভারতীয় অর্থনীতির এই কঠিন অবস্থায় দেশের অন্যতম বড় শিল্প সংস্থা ৩০০ কোটি ডলারের ঋণ জোগাড় করতে উদ্যত হয়েছে বলে খবর।

অন্য বিষয়গুলি:

Reliance Loan Mukesh Ambani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy