Reliance Fresh and Smart brings a surprise offer for all customers dgtl
Business news
পুরা প্যাসা ওয়াসুল! ক্রেতাদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল রিলায়্যান্স
২০২০-তে সারপ্রাইজ দিতে দারুণ সব অফারের থালি সাজিয়ে নিয়ে হাজির হয়েছে রিলায়্যান্স! রিলায়্যান্স রিটেল শপিংয়ের উপর চলছে এই অফার।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১১:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
যাঁরা এখনও জানেন না তাঁরা চটপট তৈরি হয়ে নিন। টাকার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ুন আজই। কেন? কোথায় যাবেন?
০২১২
২০২০-তে সারপ্রাইজ দিতে দারুণ সব অফারের থালি সাজিয়ে নিয়ে হাজির হয়েছে রিলায়্যান্স! রিলায়্যান্স রিটেল শপিংয়ের উপর চলছে এই অফার।
০৩১২
প্রয়োজনের জিনিসপত্র কিনতে যা খরচ করবেন, লাভ পান তার প্রায় সমান! ঠিক বুঝতে পারছেন না তো বিষয়টা কী!
০৪১২
কারণ রিলায়্যান্স রিটেল শপ তার ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত অফার। ‘পুরা প্যাসা ওয়াসুল’ অফার। অর্থাত্ যা টাকায় জিনিস কিনবেন, তার প্রায় সমান মূল্যের জিনিস বিনামূল্যে পেয়ে যাবেন।
০৫১২
এই অফার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনার হাতে আর মাত্র একদিন রয়েছে।
০৬১২
জানুয়ারি ২২ থেকে শুরু হয়ে গিয়েছে এই অফার, চলবে জানুয়ারি ২৬ তারিখ পর্যন্ত। যাঁরা এখনও এই সুযোগের সদ্ব্যবহার করেননি, তাঁরা আর দেরি করবেন না।
০৭১২
সারা দেশ জুড়েই রিলায়্যান্স ফ্রেস অ্যান্ড স্মার্টের ৭০০টি স্টোর রয়েছে। এই প্রতিটি স্টোরের জন্যই এই অফার প্রযোজ্য।
০৮১২
কোনও ক্রেতাই যাতে এই সুযোগ থেকে বঞ্চিত না হন, তার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না রিলায়্যান্স রিটেল কর্তৃপক্ষ।
০৯১২
টিভি, প্রিন্ট মিডিয়া, ইউটিউব, রেডিয়ো এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও জোর প্রচার চালানো হচ্ছে। হিন্দির পাশাপাশি প্রচার চলছে বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও।
১০১২
অফারগুলো কেমন? বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের উপর আলাদা আলাদা অফার রয়েছে। যেমন দুটো সাবান কিনলে তার সঙ্গে একটা বিনামূল্যে।
১১১২
পাঁচ কেজি বাসমতি চালের সঙ্গে পেয়ে যান পাঁচ লিটার সানফ্লাওয়ার তেল মাত্র ৭৯৯ টাকায়। আর একটা বিছানার চাদরের সঙ্গে পান দুটো বিছানার চাদর বিনামূল্যে। এ রকমই আরও নানা আকর্ষণীয় অফার ক্রেতাদের জন্য এনেছে রিলায়্যান্স।
১২১২
রিলায়্যান্স ফ্রেস অ্যান্ড স্মার্টের সিইও দামোদর মালি জানিয়েছেন, “প্রতি ক্রেতার দৈনন্দিন জীবন, আনন্দ, উত্সবের অংশ হয়ে উঠেছে এই ব্র্যান্ড। সেই ক্রেতাদের সঙ্গে যোগসূত্র আরও শক্ত করারই প্রচেষ্টা এটা।”