প্রতীকী ছবি।
দেশের অনলাইন খুচরো ব্যবসায় আগেই নেমেছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। এ বার আসবাবের অনলাইন খুচরো বিপণি সংস্থা ‘আরবান ল্যাডার’-এর ৯৬ শতাংশ শেয়ার কিনে অনলাইন খুচরো বিপণিতে সাম্রাজ্য বিস্তারে আরও এক ধাপ এগলো তারা।
রিলায়্যান্সের তরফে রবিবার জানানো হয়েছে, ১৮২ কোটি টাকার বিনিময়ে আরবান ল্যাডার-এর ৯৬ শতাংশ শেয়ার কিনে নিয়েছে তারা। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই আরবান ল্যাডার-এর সঙ্গে এ নিয়ে কথা চালাচ্ছিল মুকেশ অম্বানীর সংস্থা। ওয়ালমার্ট, ফ্লিপকার্টের সঙ্গে টেক্কা দিতে খুচরো অনলাইন বিপণিতে নামে রিলায়্যান্স। গ্রসারি, ইলেক্ট্রনিক্স এবং জামাকাপড়ের মতো অনলাইন খুচরো বিপণিতে আগেই নেমেছে তারা। এ বার খুচরো আসবাবের অনলাইন বিপণিতেও নাম লেখাল রিলায়্যান্স।
রিলায়্যান্স জানিয়েছে, আরবান ল্যাডার-এর পুরো মালিকানাই কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এর পর ২০২৩-এর ডিসেম্বরে আরও ৭৫০ কোটি টাকা লগ্নি করা হবে ওই সংস্থায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy