বন্ধকহীন ঋণ এবং শেয়ার বাজারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু ক্ষেত্রে লগ্নির ঝোঁক বৃদ্ধি নিয়ে বেশ কিছু দিন ধরেই সতর্ক করছে বিভিন্ন মহল। এ বার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও। দাবি করলেন, সাধারণ মানুষ যাতে এই ধরনের লেনদেন থেকে বিরত থাকেন, সে জন্য তাঁদের লগ্নির ব্যাপারে শিক্ষিত এবং সচেতন করে তোলা জরুরি।
শুক্রবার এক অনুষ্ঠানে রাও বলেন, ‘‘স্বল্প মেয়াদে মুনাফা করার প্রবণতা অনেক সময়েই দীর্ঘ মেয়াদে আর্থিক নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। সাধারণ মানুষকে বন্ধকহীন ঋণ নেওয়া এবং শেয়ার বাজারে বেশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলি থেকে বিরত করতে ওই সব লেনদেনের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকেই উদ্যোগী হতে হবে।’’
সম্প্রতি মানুষের লগ্নি সংক্রান্ত সিদ্ধান্তে বাজারের লাগামহীন প্রভাব নিয়ে সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এ ব্যাপারে মোদী সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন, কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা উদয় কোটাকের সাম্প্রতিক মন্তব্যকে এক্স-এ তুলে ধরেন তিনি। যেখানে কোটাকের মত ছিল, সঞ্চয়, লগ্নি ইত্যাদি ক্ষেত্রে মানুষের সিদ্ধান্তের উপরে বাজারের অতিরিক্ত প্রভাব অর্থনীতির পক্ষে শুভ নয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাজার, আর্থিক সংস্থা ও আর্থিক দিক দিয়ে শক্তিশালী ব্যক্তিদের প্রভাব অতি মাত্রায় পড়লে, তা ভারতের অর্থ ব্যবস্থার ক্ষতি করতে পারে। কারণ, ওই ধরনের পরিস্থিতিতে শেয়ার বা ঋণপত্রের দাম কৃত্রিম ভাবে বেশি আছে কি না, তা বিচার না করেই মানুষ তাঁদের সঞ্চয় সেগুলিতে ঢেলে দেন।
অন্য দিকে নাগেশ্বরন বলেছিলেন, দেশের অর্থনীতির থেকে বাজারের বড় হয়ে ওঠা অস্বাভাবিক নয়। তবে বাজার মানুষের সিদ্ধান্তকে অতিরিক্ত প্রভাবিত করুক, এটা কাম্য নয়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)