একে তো চৈত্র মাস। বিয়ের মরসুম নেই। তার উপর অর্থবর্ষ প্রায় শেষ। তাই দেশে সোনার চাহিদায় এখন ভাটা। অথচ বিশ্ব বাজারের হাত ধরে বাড়ছে সোনার দাম।
বাজার সূত্রে ইঙ্গিত, ক্রমেই লম্বা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া। অনিশ্চয়তা বাড়ছে বিশ্ব বাজারে। আর, তার ছায়া পড়ছে দুনিয়া জুড়ে। কলকাতার বাজারে বুধবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ৩৫০ টাকা। ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম এ দিন ঠেকেছে ২৯,২৯৫ টাকায়। দিল্লির বাজারে তা ৩০০ টাকা বেড়ে হয়েছে ২৯,৩৫০ টাকা। তাল মিলিয়ে বেড়েছে রুপোও। প্রতি কিলোগ্রাম রুপোর বাট ৫৫০ টাকা বেড়ে হয়েছে ৪১,৪৫০।
চাহিদা না-থাকা সত্ত্বেও কেন বাড়ছে সোনা? বাজার সূত্রের খবর, বিশ্ব বাজারে দাম বাড়ার ফলেই ভারতেও তা চড়ছে। ডলারের দাম সম্প্রতি অনেকটা বেড়েছে। সোনা কেনাবেচা হয় ডলারে। তাই ডলারের দাম বাড়ার প্রভাব পড়েছে সোনার দামের উপরও। পাশাপাশি বিশেষত আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প যে-সব মন্তব্য করছেন, তাতে আন্তর্জজাতিক আর্থিক বাজারে ক্রমশ সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy