পিএনজিআরবির চেয়ারম্যান এ কে জৈন।
দূষণ ও আমদানি খরচ কমাতে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারে জোর দিচ্ছে ভারত। কিন্তু এ দেশের কয়েকটি জায়গায় প্রাকৃতিক গ্যাস মিললেও এখনও বড় অংশ আমদানি করতে হয়। ফলে বিশ্ব বাজারে গ্যাসের দামের ওঠাপড়া দেশের বাজারে পণ্যটির দামে প্রভাব ফেলে। ঠিক অশোধিত তেলের মতো। এই অনিশ্চয়তা এড়াতে তাই দেশে প্রাকৃতিক গ্যাসের মজুত ভান্ডার গড়ার সওয়াল করলেন এই ক্ষেত্রের নিয়ন্ত্রক পিএনজিআরবির চেয়ারম্যান এ কে জৈন।
এখন দেশে ব্যবহৃত মোট জ্বালানির মধ্যে প্রাকৃতিক গ্যাসের অংশীদারি ৬.৫%। কেন্দ্রের লক্ষ্য একে ১৫ শতাংশে নিয়ে যাওয়া। অথচ দেশে পেট্রোপণ্য মজুত রাখার পরিকাঠামো (প্রায় ৫০ লক্ষ টন) থাকলেও প্রাকৃতিক গ্যাসের জন্য এখনও তা নেই। জৈনের বক্তব্য, জোগান নিশ্চিত করতে এবং দামের গতিবিধি যাতে গ্রাহকদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তার জন্যই গ্যাসের মজুত ভান্ডার থাকা জরুরি। গ্যাসের দাম যখন কম থাকবে তখন তা মজুত করতে সুবিধা হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy