অবশেষে কমল। কিন্তু লিটারে মাত্র এক পয়সা। আজ, বুধবার কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম এক পয়সা করে কমার কথা জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। কর্নাটক ভোটের পর থেকে নাগাড়ে দেশে বেড়েছে জ্বালানির দাম। লিটারে ৮১ টাকা ছাড়িয়েছে পেট্রল। রেকর্ড ডিজেলেও। এই অবস্থায় শোনা যাচ্ছিল, বিরোধী বা আমজনতা যতই তেলের চড়া দর নিয়ে হইচই করুক না কেন, কেন্দ্র অপেক্ষা করছে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার জন্য। যাতে দেশে পেট্রল, ডিজেলের দর কমাতে পারে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। সংশ্লিষ্ট মহলের মতে, সেই চাকাই সম্ভবত ঘুরতে শুরু করল।
২৩ মে-র পর থেকে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমে সপ্তাহ তিনেক আগের দামের কাছাকাছি ঘোরাফেরা করছে। সাধারণত ১৫ দিনের অশোধিত তেলের গড় দামের ভিত্তিতে দেশের বাজারে জ্বালানির দাম স্থির করে সংস্থাগুলি। ফলে অনেকের মতে, এখন সেই হিসেব অনুযায়ী দাম কিছুটা কমার সম্ভাবনা।
সম্প্রতি তেল উৎপাদনকারী দেশগুলির সংগঠন ওপেক ও রাশিয়া বলেছে, উৎপাদন বাড়ানোর কথা। তার উপর আমেরিকা জানিয়েছে, জুন থেকেই বিপুল পরিমাণ অশোধিত তেল এশিয়ায় পাঠাবে তারা। আর এই যুদ্ধই এখন অক্সিজেন কেন্দ্রের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy